Dhupguri Big Fish: জাল পেতেছিলেন নদীতে, তারপর এ কী উঠল!
মাছ ধরতে জাল পেতে ছিলেন নদীতে, আচমকা চার যুবককে টেনে নিয়ে যাচ্ছিল নদীতে।তারপর যা হলো তা দেখে চোখ কপালে মাছ ধরতে আসা চার যুবকের।
নদীতে পাতা জালে ধরা পরল বিরাট আকারের বোয়াল মাল মাছ। ৮ থেকে ১০ কেজি ওজনের সেই বোয়াল, হুলস্থুল পরেগেলো ধূপগুড়ি বামনী নদীতে ।গত কয়েকদিন থেকে বিক্ষিপ্ত ভাবে শুরু হয়েছে বৃষ্টি আর তাতেই জলস্ফীতি দেখা দিয়েছে একাধিক নদীতে।
আর জল বাড়তেই মৎস্য প্রেমীরা ভিড় জমিয়েছেন নদীর ধারে, পুকুরের পারে মাছ ধরতে।
তেমনি মঙ্গলবার সকালে বামনী ব্রিজের নিচে মাছ ধরা তে গিয়েছিলেন এলাকার চার যুবক,তাদের পাতা জালেই ধরা পড়ে বিরাট আকারের এক বোয়াল মাছ। প্রথমে ভেবেছিলে হয়তো সাপ আটকেছে জারন জাল টেনে নিয়ে যেতে থাকে। ভয় পেয়ে গিয়েছিল যুবকরা। পরে গায়ের জোর খাটিয়ে জালটি টেনে ডাঙ্গায় তোলে দেখেন সেটা আসলে সাত নয় বিরাট আকারের এক বোয়াল মাছ ধরা পরেছে জালে। প্রথমে নিজেদের চোখে দেখেও বিশ্বাসই করতে পারছিলেন না, এত বড় মাছ তাও আবার বামনী এর মত ছোট নদীতে ধরা পড়তে পারে। জালে মাছ উঠতেই মানুষের ভিড় উপচে পড়ে,শুরু হয় সেলফি তোলার হিরিক মাছকে ঘিরে।
মাছটিকে ধরে তারপর মোটরবাইকে করে নিয়ে আসেন বাজারে বিক্রির উদ্দেশ্যে, বাইকে অত বড় মাছ দেখে রীতিমত মানুষ ভিড় জমে যায়। এদিকে এত বড় মাছ জালে ধরা পড়ায় মৎস্যপ্রণীদের ভিড় জমেছে এখন বামনী নদীতে।