Rath Jatra 2023: ঐতিহ্যর রানীগঞ্জের সিয়ারশোল রাজবাড়িতে তিন বছর বন্ধ থাকার পর ১৮৭ বছরের রথের দড়িতে টান

Rath Jatra 2023: ঐতিহ্যর রানীগঞ্জের সিয়ারশোল রাজবাড়িতে তিন বছর বন্ধ থাকার পর ১৮৭ বছরের রথের দড়িতে টান

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 20, 2023 | 5:19 PM

শিল্পাঞ্চলের ঐতিহ্য, সিয়ারসোল রাজবাড়ির রথ। করোনার জন্য গত তিন বছর রথের দড়িতে টান পড়েনি। সিয়ারসোলের মালিয়া পরিবার কূল দেবতা দামোদর চন্দ্র জিউয়ের পুজো করে রথে চাপানো হয়। তারপর পুরানো নতুন রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হয় পুরানো রাজবাড়িতে।

শিল্পাঞ্চলের ঐতিহ্য, সিয়ারসোল রাজবাড়ির রথ। করোনার জন্য গত তিন বছর রথের দড়িতে টান পড়েনি। সিয়ারসোলের মালিয়া পরিবার কূল দেবতা দামোদর চন্দ্র জিউয়ের পুজো করে রথে চাপানো হয়। তারপর পুরানো নতুন রাজবাড়ি থেকে নিয়ে যাওয়া হয় পুরানো রাজবাড়িতে। এই উপলক্ষ্যে প্রাচীন রথের মেলাও শুরু হল। মানুষের ঢল নামে সকাল থেকে।
রাজ পরিবার সূত্রে জানাগেছে ১৮৩৬ সালে জমিদার গোবিন্দপ্রসাদ পণ্ডিতের উদ্যোগে সিয়ারশোলের রথযাত্রা শুরু হয়। এখন অবশ্য রথের সামগ্রিক পরিচালনায় রয়েছে সিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। পুরনো কাঠের রথটি এখানে পুড়ে গেছিল। ১৯২২ সালে ফের পিতলের আচ্ছাদনে ৩৫ ফুট উঁচু রথ তৈরি করা হয়। মাহেশের আদলে তৈরি সিয়ারশোলের রথে থাকেন রাজবাড়ির কুলদেবতা দামোদর চন্দ্র। নতুন জমিদার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে পরানো জমিদারবাড়ি পর্যন্ত রথ টানা হয় প্রতিবছর। উল্টোরথ হয় নবম দিনে।