Rath Jatra 2023: জগন্নাথের আছে হাত
আমাদের বাংলায় রয়েছে বেশ কিছু দারু বিগ্রহ যেখানে রীতিমত আছে হাত। রয়েছে আঙুল, করতল। বউবাজারের চুনিমনি দাসীর বাড়ির জগন্নাথ। রথের দিন এই জগন্নাথ বিগ্রহের ব্রাহ্মণ বেশে যুক্ত হয় দুটি রুপোর হাত। শতাব্দী প্রাচীন এই পরম্পরা। বাংলার বেশ কিছু জায়গায় দেখা যায় হাত বিশিষ্ট জগন্নাথ
Latest Videos