Salman Khan News: হঠাৎ কী হল সলমনের? ছবি দেখেই উদ্বেগ ভক্তমনে
সানি দেওলের ছেলে করণ দেওল এবং দৃশা আচার্যের রিসেপশন পার্টি জমজমাট। সেখানেই উপস্থিত ছিলেন সলমন খান, তবে চোখ যেন তাঁর অন্য কথাই বলছে। ছবি ভাইরাল হতেই নেটপাড়ার প্রশ্ন, ‘সলমনের চোখে কী কিছু হয়েছে। চোখটা এরকম দেখাচ্ছে কেন?’
নতুন করে মুক্তি পাবে ‘আদিপুরুষ’?
বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছে এখন ‘আদিপুরুষ’ ছবির সংলাপ। ছবির সংলাপ ঘিরে নানা বচসা তুঙ্গে। এবার সেই নির্দিষ্ট কয়েকটি সংলাপই পাল্টে ফেলার কাজ চলছে। নতুনভাবে ডাবিং করে তা ৭২ ঘণ্টার মধ্যে মুক্তি পাওয়ার কথা জানান হল টিম ‘আদিপুরুষ’-এর পক্ষ থেকে।
কমল ‘আদিপুরুষ’-এর আয়
প্রথম দুই দিনেই ‘আদিপুরুষ’ মোট আয় করেছিল ২৪০ কোটি টাকা। তবে তৃতীয় দিনে কমল আয়। ভারতের বুকে সমস্ত ভাষা মিলিয়ে তা ঘরে তুলল ৬৪ কোটি টাকা। বর্তমানে এই ছবি কেবল ভারতের বুইকে আয় করেছে ২১৬ কোটি টাকা।
‘আদিপুরুষ’-কে কেন্দ্র করে নতুন বিতর্ক
কোথায় গেল ছবির বাজেটের টাকা? শোনা গিয়েছিল, ‘আদিপুরুষ’ তৈরি করতে মোটের ওপর খবর হয়েছে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা। তবে কোথায় খরচ হল এই পরিমাণ অর্থ? প্রশ্ন নেটিজ়েনদের কারণ, ইস্কন প্রবচন থেকে নেওয়া হয়েছে একের পর এক সংলাপ।
কী হল সলমনের?
সানি দেওলের ছেলে করণ দেওল এবং দৃশা আচার্যের রিসেপশন পার্টি জমজমাট। সেখানেই উপস্থিত ছিলেন সলমন খান, তবে চোখ যেন তাঁর অন্য কথাই বলছে। ছবি ভাইরাল হতেই নেটপাড়ার প্রশ্ন, ‘সলমনের চোখে কী কিছু হয়েছে। চোখটা এরকম দেখাচ্ছে কেন?’
মনোজের আক্ষেপ
দস্তুর মতো কাজ করে চলেছেন। একের পর এক দাপুটে চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন মনোজ বাজপেয়ী। তবে পারিশ্রমিক যথাযথ পাননি বলেই এবার দাবি করলেন অভিনেতা। শাহরুখ খান, সলমন খানদের মতো পারিশ্রমিক নয় তাঁর, আক্ষেপের সুরে জানান, ‘দ্য ফ্যামিলি ম্যান’ করতে অনেক কম টাকা নিয়েছেন তিনি।
প্রতারিত রশ্মিকা মন্দানা
অভিনেত্রী রশ্মিকা মন্দানা প্রতারিত। সূত্রের খবর, তাঁর ম্যানেজার ৮০ লাখ টাকার প্রতারণা করেছেন। অভিনেত্রী যদিও এটা নিয়ে জলঘোলা করতে চাননি। ম্যানেজারকে বরখাস্ত করে বিষয়টা মিটিয়ে নেন রশ্মিকা।
শাহরুখ কে হিংসে করেন মনোজ?
প্রায় একই সময়ে বলিউড ইন্ডাস্ট্রি কাঁপিয়েছেন ইরফান খান ও মনোজ বাজপেয়ী। ইরফান এখন তারাদের দেশে। তবে তাঁকে বিন্দুমাত্র হিংসে করেন না মনোজ। তাঁর কথায়, “আমি ইরফানকে ব্যক্তিগতভাবে চিনতাম না, তাই হিংসের প্রশ্নই নেই। যদি হিংসে করতেই হয়, তবে শাহরুখকে করব। কারণ আমি ওকে কাছ থেকে দেখেছি।”
‘মেয়েবেলা’র পার্টি
শেষ হয়ে গেল ‘মেয়েবেলা’ ধারাবাহিক। সুষ্ঠুভাবে ধারাবাহিক শেষ হওয়াতেই সেলিব্রেশনে মাতলেন স্টারকাস্টরা। তারই মাঝে আবেগে ভাসলেন অনেকেই। পার্টির মাঝেই চোখে জল অনেকের। সোশ্যাল মিডিয়ায় সৌমি চট্টোপাধ্যায় লিখলেন, ‘মেয়েবেলা’ কোনওদিন শেষ হবে না কারণ মেয়েরাই আদি শক্তি…আমরা ছিলাম , আমরা আছি , আমরা থাকব’।
বিয়ের উপদেশ সন্দীপ্তাকে
সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। তাঁর পোস্ট বেজায় পছন্দ করেন ভক্তরা। তবে এবার এক রিল পোস্ট করতেই মিলল উপদেশ। নেটিজ়েনদের সাফ দাবি, ‘এবার বিয়ে করে ফেলুন।’