Life Span: আয়ু বাড়ছে বাংলাদেশিদের

Life Span: আয়ু বাড়ছে বাংলাদেশিদের

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 19, 2023 | 9:58 PM

মানুষের গড় আয়ু বাড়ছে বাংলাদেশে। পুরুষ ও মহিলা উভয়েরই বেড়েছে গড় আয়ু।

মানুষের গড় আয়ু বাড়ছে বাংলাদেশে। পুরুষ ও মহিলা উভয়েরই বেড়েছে গড় আয়ু। ২০২১ সালে বাংলাদেশে মানুষের গড় আয়ু ছিল ৭২.৩ বছর। ২০২২ সালে বাংলাদেশে মানুষের গড় আয়ু ছিল ৭২.৪ বছর। ২০২২ সালে, মহিলাদের গড় আয়ু ছিল ৭৪.২ বছর। ২০২২ সালে, পুরুষদের গড় আয়ু ছিল ৭০.৮ বছর। কিন্তু বাংলাদেশে শিশুমৃত্যুর হার ঊর্ধ্বগামী। শিশুমৃত্যুর হার কত,তা এখনও জানা যায়নি। ২০১৯ সালে মানুষের গড় আয়ু ছিল ৭২.৬ বছর। ২০১৯ সাল অনুযায়ী, প্রত্যাশিত গড় আয়ু বেশ কিছুটা কম। ২০২১ সালে শিশুমৃত্যুর হার ছিল ৫.৭ প্রতি হাজারে। ২০২২ সালে সেই শিশুমৃত্যুর হার ছিল ৫.৮ প্রতি হাজারে। ২০২১ সালে এক বছরের কমবয়সি শিশু মৃত্যুর সংখ্যা ছিল ২২ জন প্রতি হাজারে। ২০২২ সালে এক বছরের কমবয়সি শিশু মৃত্যুর সংখ্যা ছিল ২৫ জন প্রতি হাজারে। দেশে সব মিলিয়ে শিশুমৃত্যুর হার অনেকটাই বেড়েছে। এই নিয়ে বাংলাদেশ সরকার খুবই চিন্তিত।