Panchayat Elections 2023: মনোনয়ন তুলতে গ্রামে গ্রামে হুমকি
শলপ গ্রাম পঞ্চায়েতের বাম প্রার্থী প্রতিমা কয়াল দরজায় তালা দিয়ে থাকছেন। কারণ হুমকি। রাতের অন্ধকারে, বাড়িতে এসে। অভিযোগের তীর এলাকার তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের দিকে।
শলপ গ্রাম পঞ্চায়েতের বাম প্রার্থী প্রতিমা কয়াল দরজায় তালা দিয়ে থাকছেন । কারণ হুমকি। রাতের অন্ধকারে। বাড়িতে এসে । অভিযোগের তীর এলাকার তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের দিকে।মহিলাদের শাসানি। দোকানে হামলা। টাকার অফার। কত লাগবে। মনোনয়ন প্রত্যাহার করতেই হবে।পূরবী চক্রবর্তী, বাম প্রার্থী বলেন, আমার দোকানে বাড়িতে সব জায়গায় চড়াও হচ্ছে। ভয় দেখাচ্ছে। বিধায়কের নাম নিয়ে ভয় দেখাচ্ছে। আমি দোকান খুলি নি।চল্লিশ বছর ধরে বামফ্রন্ট করছেন। ছেলে আইনজীবী। ছেলের পরামর্শে বাড়িতে সিসিটিভি লাগালেন এবার। বাধ্য হয়। থানা পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে । পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ।
Latest Videos