Divorce: ৪০ মিনিটে ১টি তালাক!

Divorce: ৪০ মিনিটে ১টি তালাক!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 09, 2023 | 4:55 PM

ঢাকাতে ক্রমশ বাড়ছে বিবাহবিচ্ছেদ। একটি পরিসংখ্যানে জানা গিয়েছে, ২০২২ সালে তালাক হয়েছে প্রতি ৪০ মিনিটে একটি। এই বিবাহবিচ্ছেদের সংখ্যা শুধু ঢাকাতেই বেড়েছে তা কিন্তু না। ঢাকার বাইরেও বিবাহবিচ্ছেদের সংখ্যা বাড়ছে। বিবাহবিচ্ছেদ করার জন্য বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন রয়েছে।

ঢাকাতে ক্রমশ বাড়ছে বিবাহবিচ্ছেদ। একটি পরিসংখ্যানে জানা গিয়েছে, ২০২২ সালে তালাক হয়েছে প্রতি ৪০ মিনিটে একটি। এই বিবাহবিচ্ছেদের সংখ্যা শুধু ঢাকাতেই বেড়েছে তা কিন্তু না। ঢাকার বাইরেও বিবাহবিচ্ছেদের সংখ্যা বাড়ছে। বিবাহবিচ্ছেদ করার জন্য বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন রয়েছে। এই আইন অনুযায়ী, তালাকের জন্য সিটি কর্পোরেশনের মেয়রের কাছে আপনাকে আবেদন করতে হবে। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী,২০২২ সালে ১৩ হাজার ২৮৮টি তালাকের আবেদন এসেছিল। রোজ ৩৭টি বিবাহবিচ্ছেদ হচ্ছে ঢাকাতে। অর্থাৎ একটি করে তালাক হচ্ছে প্রত্যেক ৪০ মিনিটে । ঢাকাতে ২০২০ এবং ২০২১ সালে তালাক হয়েছিল প্রায় ১২ হাজার। গত ২৫ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বাড়ছে তালাকের সংখ্যা। তালাক আবেদনে পাঠানো আপসের নোটিসে আগ্রহ কমেছে পদ্মাপাড়ের। তাই বাড়ছে বিচ্ছেদ। দেখা গিয়েছে, মহিলারা বিবাহবিচ্ছেদের জন্য বেশি আবেদন করছেন পুরুষদের থেকে। ১০ টি বিচ্ছেদের আবেদন করা হলে, মহিলারা ৭টি করছেন ।