Expired Makeup Can Be Used: মেকআপের মেয়াদ উর্ত্তীর্ণ হলে ফেলে দেবেন না!
অনেক সময় দেখা যায় মেকআপের মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেলে আমরা সেই মেকআপ ফেলে দিই। সেই মেকআপ আর ব্যবহারের মতো অবস্থায় থাকে না। মেকআপের মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেলে কী করবেন? মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেলেও সেই মেকআপ আবার ব্যবহার করা যায়। মাসকারার মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেলে চোখে লাগাবেন না।
মেয়েরা মেকআপ করতে খুব ভালবাসে। অনেক সময় দেখা যায় মেকআপের মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেলে আমরা সেই মেকআপ ফেলে দিই। সেই মেকআপ আর ব্যবহারের মতো অবস্থায় থাকে না। মেকআপের মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেলে কী করবেন? মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেলেও সেই মেকআপ আবার ব্যবহার করা যায়। মাসকারার মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেলে চোখে লাগাবেন না। সেই মাসকারার লাগাতে পরবেন লিপ স্ক্রাব হিসেবে। মাসকারার মধ্যে অলিভ অয়েল মিশিয়ে লিপ স্ক্রাব হিসেবে ব্যবহার করতে পারবেন। অনেক সময় আইশ্যাডোর মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে যায়। সেই আইশ্যাডো গুঁড়ো করে নেলপলিশের সঙ্গে মেশাতে পারেন। সেই নেলপলিশের রঙ সুন্দর হয়ে যায়। টোনারের মেয়াদ উর্ত্তীর্ণ হয়ে গেলে আয়না বা মোবাইলের স্ক্রিন মুছতে পারবেন। লিপস্টিক মেয়েরা খুব ভালবাসেন। লিপস্টিকের মেয়াদ উর্ত্তীর্ণ হলে, গুঁড়ো করতে হবে লিপস্টিককে। তারপর ফুটিয়ে নিন সেই গুঁড়ো করা লিপস্টিককে। এর সঙ্গে মেশান পেট্রোলিয়াম জেলি। এই ভাবে লিপ বাম তৈরি করে ব্যবহার করতে পারবেন।