Traffic Rules: গাড়ি চালান? মকুব করা হবে বকেয়া জরিমানা!

Traffic Rules: গাড়ি চালান? মকুব করা হবে বকেয়া জরিমানা!

TV9 Bangla Digital

| Edited By: আসাদ মল্লিক

Updated on: Jun 18, 2023 | 6:14 PM

Traffic Rules: অনেক চালক ট্রাফিক আইন মানেন না। যাঁরা ট্রাফিক আইন মানেন না, পুলিশ তাঁদের বিরুদ্ধে জরিমানা করেন। উত্তরপ্রদেশের সরকার বকেয়া জরিমানা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। কিছু মানুষ জরিমানা সময় মতো মিটিয়ে দেন। কেউ আবার জরিমানা বাকি রেখে দেন। জরিমানা বাকি থাকলে, চিন্তার কোনও কারণ নেই।

অনেক চালক ট্রাফিক আইন মানেন না। যাঁরা ট্রাফিক আইন মানেন না, পুলিশ তাঁদের বিরুদ্ধে জরিমানা করেন। উত্তরপ্রদেশের সরকার বকেয়া জরিমানা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে। কিছু মানুষ জরিমানা সময় মতো মিটিয়ে দেন। কেউ আবার জরিমানা বাকি রেখে দেন। জরিমানা বাকি থাকলে, চিন্তার কোনও কারণ নেই। ১ জানুয়ারি ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২১ সালের মধ্যে যাঁদের বকেয়া জরিমানা আছে, তাঁদেরকে আর জরিমানা দিতে হবে না। ই-চালানের পোর্টাল থেকে জরিমানা বাতিল করবে পরিবহন দফতর। নয়ডার কৃষকরা জরিমানা মকুবের জন্য প্রতিবাদ করেছিলেন। অনেকের ধারণা, সেই কারণে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।
উত্তরপ্রদেশ ট্রাফিক পুলিশের ওয়েবসাইট অনুযায়ী, ২০২২ সালে যাঁদের বকেয়া জরিমানা আছে, তাঁরা ঘরে বসেই সেই জরিমানা মেটাতে পারবেন। বকেয়া জরিমানা দেওয়ার জন্য শুধু গাড়ির নম্বর দরকার হবে। আপনার বিরুদ্ধে ভুল ভাবে জরিমানা করা হলে, অভিযোগ জানাতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে।