Mutual Fund: খুব সহজেই কোটিপতি হতে পারেন, তার জন্য মেনে চলতে হবে ৫০:৩০:২০ সূত্র
SIP: মুদ্রাস্ফীতি বর্তমানে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে অনেক মানুষই চিন্তা করেন কিভাবে বেশি পরিমাণে টাকা জমাবেন। মধ্যবিত্ত খুব সহজেই কোটিপতি হতে পারেন। তার জন্য মেনে চলতে হবে ৫০:৩০:২০ সূত্রটি।
মুদ্রাস্ফীতি বর্তমানে বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে অনেক মানুষই চিন্তা করেন কিভাবে বেশি পরিমাণে টাকা জমাবেন। মধ্যবিত্ত খুব সহজেই কোটিপতি হতে পারেন। তার জন্য মেনে চলতে হবে ৫০:৩০:২০ সূত্রটি। এই সূত্র মানলে ব্যবসায়ী থেকে চাকরিপ্রার্থীরা সহজেই মোটা টাকা জমাতে পারবেন। ধরা যাক কোন ব্যক্তির মাসিক বেতন ৩০ হাজার টাকা। ৫০:৩০:২০ সূত্র অনুসারে তার এই ৩০ হাজার টাকা বেতনটিকে তিন ভাগে ভাগ করতে হবে। অর্থাৎ তার বেতনটিকে ১৫ হাজার, ৯ হাজার ও ৬ হাজার টাকায় ভাগ করা হল। তার বেতনের শতকরা ৫০ ভাগ টাকা তিনি তার গুরুত্বপূর্ণ কাজে ব্যয় করতে পারেন। যেমন পড়াশোনার খরচ, বাড়ির খরচ, খাবারের খরচ,লোন ইত্যাদির জন্য ব্যয় করতে পারেন। শতকরা ৩০ শতাংশ টাকা তিনি তার শখ পূরণের জন্য ব্যয় করতে পারেন। শতকরা ২০ শতাংশ টাকা অর্থাৎ ৬০০০ টাকা সঞ্চয়ের জন্য রাখতে হবে। এই টাকা মিউচুয়াল ফান্ডে SIP এ বিনিয়োগ করতে পারেন। প্রতিবছর আয়ের বৃদ্ধির সঙ্গে যদি ২০ শতাংশ বিনিয়োগ বাড়ান, তাহলে বার্ষিক ১২% সুদের হারে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে ২,১৭,৪৫,৩০২ টাকা।