Andaman Nicobar Package: বিদেশের মতো হানিমুন অর্ধেক খরচে
অনেকেই প্রচুর খরচ করে বিদেশে যান মধুচন্দ্রিমায়। কিন্তু আমাদের দেশেই আছে এমন কিছু সমুদ্র সৈকত যা বিদেশি সি বিচকে টেক্কা দিতে পারে। যাবেন নাকি সেখানে হনিমুনে।
অনেকেই প্রচুর খরচ করে বিদেশে যান মধুচন্দ্রিমায়। কিন্তু আমাদের দেশেই আছে এমন কিছু সমুদ্র সৈকত যা বিদেশি সি বিচকে টেক্কা দিতে পারে। যাবেন নাকি সেখানে হনিমুনে। মালদ্বীপের চেয়ে অনেক কম খরচ কিন্তু এখানকার সমুদ্র সৈকত যেন মালদ্বীপেরই মত। ভারতের একেবারে দক্ষিণে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। প্রায় ৩০০টি দ্বীপ নিয়ে গঠিত এই রাজ্য। নেই কোনও শপিং মল ও মাল্টিপ্লেক্স। আছে অবারিত প্রাকৃতিক সৌন্দর্য। এখানে গ্রেট আন্দামানিজ, ওঙ্গে, জারোয়া, সেন্টিনেল উপজাতিদের বাস। এক সময়ের ব্রিটিশ শাসনের স্মৃতি আজও দ্বীপের বুকে। ভারতীয় ও জাপানি ছাড়াও বাংলাদেশী শরণার্থীদের বাস ছিল এখানে। এখনে হনিমুনের খরচ মালদ্বীপের অর্ধেক। কী কী দেখবেন? হ্যাভলক আইল্যান্ডের গহীন অরণ্য। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘সবুজ দ্বীপের রাজা’র স্মৃতি বিজড়িত হ্যাভলক। সেখানে আছে কোরাল রিফ। কাছাকাছিই রস আইল্যান্ড, ব্লু আইল্যান্ড। আছে বেশ কিছু রক, কেভ আর ভিউ পয়েন্ট। পোর্টব্লেয়ারে সেলুলার জেল। কী খাবেন? আন্দামানে পাওয়া যায় স্থানীয় খাবার ছাড়াও উত্তর ও দক্ষিণ ভারতীয় খাবার পাওয়া যায়। পোর্টব্লেয়ারে পাওয়া যায় কাঁকড়া, সি ফুড ও সামুদ্রিক মাছ। ৩ রাত্রি ৪ দিন বা ৫ রাত্রি ৬ দিনে দারুণ ঘোরা যায় এই দ্বীপ। ৩০ হাজার টাকার মধ্যে অনায়াসে ঘোরা যায় এই দ্বীপপুঞ্জ। সমুদ্রের জলের তলায় ডাইভিং ও প্যারা সেইলিং করলে ৫০০ থেকে ৩৫০০ টাকা খরচ। পরিবহনের মাধ্যম রিকশা।