Luxurious Rail Station: বিমানবন্দর বা রাজপ্রাসাদ নয়,  এগুলো রেল স্টেশন!

Luxurious Rail Station: বিমানবন্দর বা রাজপ্রাসাদ নয়, এগুলো রেল স্টেশন!

আসাদ মল্লিক

|

Updated on: May 05, 2023 | 3:45 PM

Indian Rail Station: চেহারায় আমূল পরিবর্তন হয়েছে এই স্টেশনের। ভিতরে স্টল রেস্টুরেন্ট তো আছেই এমনকী সিনেমাও দেখা যায়। এই স্টেশনে রয়েছে একটি পুরো দস্তুর সিনেমা হল।

দেশের বেশ কিছু রেলস্টেশনের আমূল পরিবর্তন হয়েছে। রেল স্টেশনগুলির স্বাচ্ছন্দ্য যাত্রী সুবিধা ও সৌন্দর্য যে কোনও এয়ারপোর্টকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। দেশের সেরা পাঁচটি রেলস্টেশনে আছে দুর্দান্ত পরিকাঠামো। উন্নত মানের যাত্রী পরিষেবা, আলো, যাত্রী স্বাচ্ছন্দ্য আর পরিচ্ছন্নতা। স্টেশনগুলি যেন রেলওয়ে টারমিনার্স নয় বিমানবন্দর! মধ্যপ্রদেশের ভোপালের রানি কমলাপতি রেলওয়ে স্টেশনকে এখন ভারতীয় রেলের গৌরব বলা যায় । হবিবগঞ্জ পুনর্নির্মাণের পর নাম বদলে হয়েছে রানি কমলাপতি রেলওয়ে স্টেশন। চেহারায় আমূল পরিবর্তন হয়েছে এই স্টেশনের। ভিতরে স্টল রেস্টুরেন্ট তো আছেই এমনকী সিনেমাও দেখা যায়। এই স্টেশনে রয়েছে একটি পুরো দস্তুর সিনেমা হল। জার্মানির হাইডেলবার্গ রেলওয়ে স্টেশনের আদলে তৈরি এই স্টেশন। দেশের প্রথম ISO রেলওয়ে স্টেশন এটিই । ঝাঁ চকচকে বিশ্বমানের রেলস্টেশনটি বেশ জনপ্রিয়। গান্ধিনগর রেলওয়ে স্টেশনটিও খুব শীঘ্রই আন্তর্জাতিক মানে উন্নীত হতে চলেছে। প্রায় ১৮০ কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই রেল স্টেশনের রূপান্তরের জন্য। এই রেলস্টেশনে নেট জিরো এনার্জি এমিশন হবে। স্টেশনে রেইন ওয়াটার হারভেস্টিং ও কঠিন , তরল বর্জ্য প্রক্রিয়াকরণের মতো প্রযুক্তিও থাকবে। বেঙ্গালুরুর বিশ্বেশ্বরায় রেলওয়ে রেলস্টেশন ভারতের প্রথম রেলস্টেশন। এটিকে বিশ্বমানের রেলওয়ে স্টেশন হিসেবে তৈরি করা হয়েছে। দক্ষিণ ভারতের এই স্টেশনে বিমানবন্দরের মতো সুযোগ সুবিধা।

বিশুদ্ধ জল যাতে পাওয়া যায় তার জন্য এখানে একটি নবীকরণ যোগ্য ইউনিট বা রি সাইক্লিং ইউনিট রয়েছে। ৩১৪ কোটি টাকা খরচে বিশ্বেশ্বরায় রেল স্টেশন সেন্ট্রালাইজড এসি টার্মিনাল। ছত্রপতি শিবাজি টার্মিনাস ভারতের সুবিখ্যাত ও ব্যস্ততম রেল স্টেশন। খুব শিগগিরই খোল নলচে বদল হবে এই স্টেশনের । ক্যাফেটেরিয়া, এসকেলেটরে, ফুড কোর্ট, ওয়েডিং লাউঞ্জ, সিনেমা হল, লিফটের মতো সুবিধা হবে এখানে। সম্পূর্ণ তৈরি হবার পর শিবাজি টার্মিনাসকে বিমানবন্দরের চেয়ে কিছু কম দেখাবে না। এই স্টেশন নির্মাণে ৩ বছর সময় লাগতে পারে। দিল্লির নয়াদিল্লি রেলওয়ে স্টেশন শীঘ্রই গ্রিন বিল্ডিং হিসাবে তৈরি হবে। ইতিমধ্যে মাস্টার প্ল্যান তৈরি হয়ে গেছে। এখানকার নবরূপে সৌরশক্তি,পার্কিং, জল সংরক্ষণের মতো আধুনিক মনস্ক সুবিধা থাকবে। মোট ৪৩০ কোটি টাকা বরাদ্দ হয়েছে এই নির্মাণে। এই রেলস্টেশনকে নতুন রূপে আগামী দুই – তিন বছরের মধ্যেই দেখা যাবে।