Psychiatrist: গানে গানে মনের রোগ সারাচ্ছেন মনোবিদ ডঃ রঞ্জন ঘোষ
Psychiatrist: ডক্টর রঞ্জন ঘোষ, সাইকিয়াট্রিস্ট, মনোবিদ্যা আয়ত্ত করেছেন আমেরিকা থাকাকালীন। সেখানেও প্র্যাকটিস করেছেন। তারপর মাটির টানে সোজা কলকাতা।
ডক্টর রঞ্জন ঘোষ, সাইকিয়াট্রিস্ট, মনোবিদ্যা আয়ত্ত করেছেন আমেরিকা থাকাকালীন। সেখানেও প্র্যাকটিস করেছেন। তারপর মাটির টানে সোজা কলকাতা। বাংলায় বিদেশি টান। কিন্তু কিসের জন্য ওদেশ ছেড়ে এখানে?মে মাস মানসিক রোগের সচেতনতার মাস। ডক্টর রঞ্জন নাকি গান দিয়ে মনের রোগ সারাতে পারেন? নিজেও গান করেন? হিপ হপ? পেশেন্টদের নিয়ে গানের অ্যালবাম বের করেছেন। গ্র্যামি অ্যাওয়ার্ড নির্বাচিত আমেরিকার গায়িকা শন টেলের সঙ্গেও বাংলা অ্যালবাম করেছেন। ডক্টর রঞ্জন ঘোষ বলেন, ” আমরা মনের কথা চেপে রাখি। ভয়ে বা সংকোচে। মুখ ফুটে কথা বলার একটা রাস্তা এই হিপ হোপ গান। এটা মনের অনেক কথা বের করে মন হাল্কা করে। অবসাদ কাটাতে সাহায্য করে।”
Published on: May 05, 2023 03:37 PM
Latest Videos