Butterfly Unknown Facts: প্রজাপতির জন্যই মানুষের অকাল মৃত্যু

Butterfly Unknown Facts: প্রজাপতির জন্যই মানুষের অকাল মৃত্যু

আসাদ মল্লিক

|

Updated on: May 05, 2023 | 1:17 PM

Butterfly Facts: পতঙ্গ কমে যাওয়ায় ফল উৎপাদন কমেছে প্রায় ৪.৭ % । ৩.২ % ফলন হ্রাস হয়েছে শাক-সবজির । ক্রম বর্ধমান জনসংখ্যায় ফসলের উৎপাদন বজায় রাখতে রাসায়নিক সার ব্যবহার করছেন কৃষকরা।

অল্প বয়সে অসুস্থতা ৪০ এ পৌঁছনোর আগেই মৃত্যু। শুধু ভারত নয়, গোটা বিশ্বে চিত্র। নেপথ্যে নাকি প্রজাপতির হাত! সম্প্রতি Science পত্রিকার গবেষকদের এই দাবি ঘিরে বিশ্বজুড়ে শোরগোল । সমীক্ষায় অনুযায়ী প্রতি বছর বিশ্বের প্রায় পাঁচ লাখ মানুষ বার্ধক্য পৌঁছনোর আগেই মারা যান। মূল কারণ হিসেবে হৃদরোগ ও ক্যান্সার ছাড়াও প্রজাপতি। গবেষকদের কথায়, শস্য উৎপাদনে বড় ভূমিকা প্রজাপতির। ফুলের পরাগ মিলনে ফুল থেকে ফল তৈরিতে বড় হাত প্রজাপতির । Science পত্রিকার সমীক্ষা অনুসারে গত কয়েক বছরে দাবানলের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জঙ্গল। অগ্নিকাণ্ডে মারা পড়েছে কোটি কোটি প্রজাপতি। এরই প্রত্যক্ষ প্রভাব পড়েছে কৃষিতে । প্রায় দু’বছর ধরে বিশ্বের ৩৪৪ উচ্চ ফলনশীল কৃষি ক্ষেত্রে সমীক্ষা চালান গবেষকরা। তাঁদের দাবি, প্রজাপতি কমে যাওয়ায় উল্লেখ্যযোগ্য হারে এই কৃষিক্ষেত্রে ফলন কমেছে।

পতঙ্গ কমে যাওয়ায় ফল উৎপাদন কমেছে প্রায় ৪.৭ % । ৩.২ % ফলন হ্রাস হয়েছে শাক-সবজির । ক্রম বর্ধমান জনসংখ্যায় ফসলের উৎপাদন বজায় রাখতে রাসায়নিক সার ব্যবহার করছেন কৃষকরা। ওই সমীক্ষার দাবি এতে একাধিক হৃদরোগ বা ক্যান্সারের বাড়ছে । পতঙ্গবিদ মনু সন্ডার্সের কথায়, ‘প্রজাপতি বা মথ উল্লেখ্যযোগ্যভাবে কমে যাওয়ায় প্রাকৃতিক ভারসাম্য অনেকটাই নষ্ট। এমন চলতে থাকলে একটা সময় কৃত্রিম পরাগ মিলন ছাড়া অন্য উপায় থাকবে না। এর সরাসরি প্রভাব পড়বে মানুষের খাদ্যাভাসে’ । আগামী দিনে ফসল ও ফলের দাম আরও বাড়বে উদ্বেগ ওই পতঙ্গবিদের । ‘বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ ভারত। জনসংখ্যা বাড়লে পাল্লা দিয়ে বাড়বে ফসল উৎপাদন। সেটা কৃত্রিম পদ্ধতি হওয়া মোটেই উচিত নয়’ বলেন পতঙ্গবিদ মনু সন্ডার্স। বিশেষজ্ঞ চিকিৎসকরাও জানিয়েছেন অল্প বয়সে মৃত্যুর মূল কারণ হৃদরোগ ও ক্যান্সার । এর পিছনে মূলত দায়ী খাদ্যভাস বলছেন চিকিৎসকরা ।