AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Global Warming: সমুদ্রে তলিয়ে যাবে এই ৬ স্থান!

Global Warming: সমুদ্রে তলিয়ে যাবে এই ৬ স্থান!

আসাদ মল্লিক

|

Updated on: May 05, 2023 | 1:35 PM

Share

Global Warming: উষ্ণায়নে বিশ্বজুড়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। কোথাও গ্রীষ্মে তুষারপাত আবার কোথাও শীতকালে হচ্ছে প্রবল বৃষ্টি। বিশ্বের একাংশের তাপমাত্রা এতটাই বেড়ে চলেছে যে তা সহ্যের বাইরে চলে যাচ্ছে।

উষ্ণায়নে বিশ্বজুড়ে অনেক সমস্যা দেখা যাচ্ছে। কোথাও গ্রীষ্মে তুষারপাত আবার কোথাও শীতকালে হচ্ছে প্রবল বৃষ্টি। বিশ্বের একাংশের তাপমাত্রা এতটাই বেড়ে চলেছে যে তা সহ্যের বাইরে চলে যাচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তন মারাত্মক জলবায়ু পরিবর্তন ডেকে আনছে । বিশ্বের বেশ কিছু স্থান জলে ডুবে যাওয়ার দ্বারপ্রান্তে এসেছে। এই রকম পরিবর্তন চলতে থাকলে ২১০০ সালের মধ্যে বিশ্বের এই শহরগুলি জলে ডুবে যাবে। ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত যেখানে এর হার ছিল ১.৪ মিলিমিটার। ২০১৫ নাগাদ এই হার বেড়ে ৩.৬ মিলিমিটার হয়েছে। মালদ্বীপের মালে তলিয়ে যেতে পারে সমুদ্র গর্ভে । সমুদ্রগর্ভে ডুবে যেতে পারে মালদ্বীপের ৭৭ % । ওশিয়ানিয়ার কিরিবাতির জনসংখ্যা ১ লক্ষ ২০ হাজার। ভবিষ্যতে এই দেশের দুই-তৃতীয়াংশ ভূমি সাগর জলে বিলীন হতে পারে । সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ডুবতে পারে চিনও । চিনের প্রায় ৪৩ মিলিয়ন মানুষ সমুদ্রের ধারে বসবাস করেন। এর ফলে তাঁরা ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা । আশঙ্কা, বাংলাদেশের ঢাকাও ডুবে যেতে পারে সমুদ্রগর্ভে । ঢাকা শহরের প্রায় ৩২ কোটি মানুষের ঘরবাড়ি ও সম্পত্তি নষ্ট হবার আশঙ্কা । এই তালিকায় ভারতও রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের লাইফ অ্যাডাপ্টেট প্রকল্পের রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে সংকটে ভারত । দেশের ২৭ কোটি মানুষের জমি সমুদ্রে ডুবে যেতে পারে । ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সময়ে থাইল্যান্ডও জলে তলিয়ে যেতে পারে।