Vande Bharat News: দেশের সেরা বন্দে ভারত ট্রেন কোনটি, জানেন?

Vande Bharat News: দেশের সেরা বন্দে ভারত ট্রেন কোনটি, জানেন?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 06, 2023 | 8:59 AM

বেশ কিছু রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চাহিদা খুব বেশি। আবার কোনও রুটে এই ট্রেনের চাহিদা খুব কম। সব থেকে বেশি চাহিদা আছে কাসারাগড় থেকে ত্রিবান্দম রুটের বন্দে ভারত ট্রেনটি। এই ট্রেনের পূর্ণ আসনের হার ১৮৩%।

বেশ কিছু রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের চাহিদা খুব বেশি। আবার কোনও রুটে এই ট্রেনের চাহিদা খুব কম। সব থেকে বেশি চাহিদা আছে কাসারাগড় থেকে ত্রিবান্দম রুটের বন্দে ভারত ট্রেনটি। এই ট্রেনের পূর্ণ আসনের হার ১৮৩%। ত্রিবান্দম থেকে কাসারাগড় রুটের বন্দে ভারত ট্রেনটি ফেরার সময়ে পূর্ণ আসনের হার ১৭৬%। গান্ধীনগর-মুম্বই সেন্ট্রাল রুটের বন্দে ভারত ট্রেনটির পূর্ণ আসনের হার ১৩৪%। মুম্বই সেন্ট্রাল-গান্ধীনগর রুটের বন্দে ভারত ট্রেনটির পূর্ণ আসনের হার ১২৯%। বারাণসী-নয়া দিল্লি রুটের বন্দে ভারত ট্রেনটির পূর্ণ আসনের হার ১২৮%। রাঁচী-পটনা রুটের বন্দে ভারত ট্রেনটির পূর্ণ আসনের হার ১২৫%। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত ট্রেনটির পূর্ণ আসনের হার ১০৮%। নিউ জলপাইগুড়ি-হাওড়া রুটের বন্দে ভারত ট্রেনটির পূর্ণ আসনের হার ১০৩%। দিল্লি ক্যান্টনমেন্ট-আজমের রুটের বন্দে ভারত ট্রেনটির পূর্ণ আসনের হার ৮৩%। আজমের-দিল্লি ক্যান্টনমেন্ট রুটের বন্দে ভারত ট্রেনটির পূর্ণ আসনের হার ৬০%।