Durga Puja 2022: ‘…এটা রেকর্ড’, আবাসনের পুজোয় অকপট স্বীকারোক্তি মিমির
Mimi Chakraborty: পুজোর জন্য কী স্পেশাল ডায়েট করছেন মিমি! তাঁর উত্তর, "ডায়েট করি না। তবে সামঞ্জস্য রাখি...''
কলকাতা: আজ মহা-অষ্টমী। প্রাণের পুজোয় মেতেছে গোটা বাংলা। বারোয়ারি থেকে বনেদি বাড়ি, পাড়ায় পাড়ায় – মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলি দেওয়ার পালা। আকাশের মুখভারকে উপেক্ষা করেই প্যান্ডালে বাঙালি। অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী’ও সকল কাজকে দূরে সরিয়ে কসবায় আবাসনের পুজোতে হাজির।
বেশ অন্য মুডে দেখা গেল তাঁকে। মণ্ডপে হাজির হয়ে উচ্ছ্বসিত কন্ঠে বললেন, “এই পুজোটা আমার খুব কাছের। সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি। সেজেগুজে অঞ্জলি দেওয়ার জন্য অপেক্ষা করি।” অষ্টমীর অঞ্জলিতে ডিজাইনার শাড়ি নয়, বরং মিমির পছন্দ মায়ের শাড়ি। ট্রাডিশনাল শাড়ি-গয়নায় তিনি আজ অপরূপা।
সম্প্রতি পুজোর অ্যালবাম বেরিয়েছে মিমির, ১০ লক্ষ ভিউ ছুঁয়েছে মিউজিক ভিডিয়ো। এই খবরও তাঁর পুজোর আনন্দে দ্বিগুণ খুশি যোগ করেছে। পুজোর জন্য কী স্পেশাল ডায়েট করছেন মিমি! তাঁর উত্তর, “ডায়েট করি না। তবে সামঞ্জস্য রাখি। তবে পুজোয় লুচি-ছোলার ডাল খাব না, এটা হয় না।” তবে পুজোয় যে আরও একটা রেকর্ড করে ফেলেছেন মিমি, নিজের মুখেই জানালেন সে-কথা। তিনি বললেন,”এ পুজোয় মিষ্টি খাইনি একটাও, এটা সত্যিই রেকর্ড!”