Durgapur Congress News: পেট্রোল ডিজেল পাচারের অভিযোগে গ্রেফতার গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী

Durgapur Congress News: পেট্রোল ডিজেল পাচারের অভিযোগে গ্রেফতার গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 17, 2023 | 3:31 PM

মনোনয়নপত্র দাখিলকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু প্রান্ত। শাসক দলের বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠেছিল সন্ত্রাসের। এরমধ্যেই পেট্রোল-ডিজেল পাচারের অভিযোগে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে গ্রেফতার কংগ্রেস প্রার্থী শেখ সাহেব।

মনোনয়নপত্র দাখিলকে ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু প্রান্ত। শাসক দলের বিরুদ্ধে লাগাতার অভিযোগ উঠেছিল সন্ত্রাসের। এরমধ্যেই পেট্রোল-ডিজেল পাচারের অভিযোগে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে গ্রেফতার কংগ্রেস প্রার্থী শেখ সাহেব। বৃহস্পতিবার রাতে কাঁকসা পঞ্চায়েতের মাধবমাঠের ৬৪ নম্বর বুথের কংগ্রেস প্রার্থী শেখ সাহেব পিকআপ ভ্যানে করে বেশ কয়েকটি জারিকেন ভর্তি পেট্রোল, ডিজেল পাচার করছিল বলে অভিযোগ । তখনই কাঁকসা থানার পুলিশ কংগ্রেস প্রার্থী শেখ সাহেবকে হাতেনাতে ধরে ফেলে। বাজেয়াপ্ত করা হয় পিকআপ ভ্যান সহ জারিকেন ভর্তি পেট্রোল ও ডিজেল।

শুক্রবার সকাল থেকে কাঁকসা জুড়ে শোরগোল শুরু হয়। ষড়যন্ত্র করে গ্রেফতার করা হয়েছে অভিযোগ কাঁকসা ব্লকের কংগ্রেসের কার্যকরী সভাপতি মোজাম্মেল হকের। অন্যদিকে কাঁকসা ব্লকের তৃণমূল সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন মানুষ বিরোধীদের পাশে নেই। ওরা চুরির সাথে যুক্ত। এটাই আরেকবার প্রমাণিত হল।