Dog With Long Tongue: বিশাল লম্বা জিভে রেকর্ড গড়ল এই কুকুর

Dog With Long Tongue: বিশাল লম্বা জিভে রেকর্ড গড়ল এই কুকুর

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 17, 2023 | 3:09 PM

একটি কুকুরের জিভের আকার দেখলে অবাক হবেন। কুকুরটির নাম Zoey। কুকুরটির জিভ অনেক বড়। কুকুরটির জিভ ৫ ইঞ্চি লম্বা। ৩ বছরের কুকুরটি তার বড় জিভের জন্য গিনেস বুক অফ রেকর্ড করেছে। কুকুরটি ল্যাব্রাডর এবং জার্মান শেফার্ডের হাইব্রিড প্রজাতির।

একটি কুকুরের জিভের আকার দেখলে অবাক হবেন। কুকুরটির নাম Zoey। কুকুরটির জিভ অনেক বড়। কুকুরটির জিভ ৫ ইঞ্চি লম্বা। ৩ বছরের কুকুরটি তার বড় জিভের জন্য গিনেস বুক অফ রেকর্ড করেছে। কুকুরটি ল্যাব্রাডর এবং জার্মান শেফার্ডের হাইব্রিড প্রজাতির। এই কুকুরটির মালিক ড্রিউ এবং স্যাডি উইলিয়ামস। ছোটবেলা থেকেই কুকুরটির জিভ লম্বা ছিল। বড় জিভের জন্য কুকুরটির মালিক ডাক্তারের কাছে নিয়ে যায়।

ডাক্তার জানান লম্বা জিভের জন্য স্বীকৃতি পাবে কুকুরটি। এই কুকুরটি গাড়িতে ঘুরতে খুব ভালবাসে। সাঁতার কাটতেও পাড়ে Zoey। এর আগেও লম্বা জিভের জন্য রেকর্ড করেছিল ৩ বছরের বিসবি নামের কুকুরটি। তার জিভের দৈর্ঘ্য ছিল ৩.৭৪ ইঞ্চি। কিন্তু Zoey সবাইকে ছাপিয়ে নতুন রেকর্ড গড়েছে।