Partha Chatterjee News: ইডির কোন ২০টি প্রশ্নের মুখোমুখি প্রাক্তন শিক্ষামন্ত্রী?
Partha Arpita News: পার্থ-অর্পিতার জন্য ২০ প্রশ্নের ধারালো প্রশ্নমালা সাজিয়েছেন গোয়েন্দারা। নিয়োগ দুর্নীতি থেকে অর্থ নয়ছয়, কোন কোন বিষয়ে কী কী প্রশ্ন থাকতে পারে? সম্ভাব্য ১৭টি প্রশ্ন রইল আপনার জন্য।
কলকাতা: ইডি কব্জায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়। গোয়েন্দাদের হাতে অসংখ্য তথ্য প্রমাণ। SSC নিয়োগ দুর্নীতি নিয়ে দু’জনকে দিনভর জেরা গোয়েন্দাদের। একাধিক প্রশ্নে সিজিও কমপ্লেক্সে পার্থকে কুপোকাৎ করতে মরিয়া গোয়েন্দারা।
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের গত ৫ বছরের যাবতীয় লেনদেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, আয়কর ফাইল, সম্পত্তির খতিয়ান, কার নামে কেনা হয়েছে বাড়ি, ফ্ল্যাট – যাবতীয় নথি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। কলকাতায় ফিরেই ইডির ২০টি প্রশ্নবাণের মুখোমুখি প্রাক্তন শিক্ষামন্ত্রী।
উপদেষ্টা কমিটির তরফে চাকরিপ্রার্থীদের নামের কোনও তালিকা পাঠানো হয়েছিল কি না, সেই প্রশ্নেরও উত্তর জানতে চাইতে পারে ইডি। যদি পাঠানো হয়ে থাকে, সেক্ষেত্রে বিশেষ কোনও তালিকায় থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগের জন্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর উপর কোনওরকম চাপ তৈরি করা হয়েছিল কি না, তাও জানতে চাইতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। শুধু তাই নয়। সেই সময় পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন। তাঁর নাকের তলায় এত বড় দুর্নীতি ঘটে গেল, তিনি তা টেরও পাননি? চাকরির নামে এই পুকুর চুরির কথা কি কিছুই জানতেন না পার্থ বাবু? প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জেরা করে সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবেন ইডির অফিসাররা।
পার্থকে বেশ কিছু ব্যক্তিগত প্রশ্নের মুখোমুখি ফেলতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পার্থ চট্টোপাধ্যায়ের নিজের এবং তাঁর পরিবারের সদস্যদের নামে ক’টি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে? বিদেশে কোনও ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে কি না, থাকলে ক’টি… এমন বেশ কিছুপ্রশ্ন উঠে আসতে পারে জেরায়। সঙ্গে অর্পিতার প্রসঙ্গও উঠে আসতে পারে। যেমন উচ্চশিক্ষা দফতরের নামে ছাপানো খামের ভিতরে ঠাসা টাকা, শিক্ষা দফতরের ডায়েরি কীভাবে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে গেল? পার্থ বাবু অর্পিতাকে কীভাবে চেনেন? কতদিন ধরে চেনেন… তিনি অর্পিতার বাড়িতে নিয়মিত যেতেন কি না… গেলে কেন যেতেন… অর্পিতার বাড়িতে যে পাহাড় প্রমাণ টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর কোনও যোগ রয়েছে কি না… অর্পিতার সংস্থার কাগজ, কিংবা সম্পত্তির কাগজ কেন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাখা? এমন বেশ কিছু অস্বস্তিকর প্রশ্নরও মুখোমুখি হতে পারেন পার্থ বাবু।
পার্থ-অর্পিতাকে জেরা করার জন্য তৈরি হয়েছে দুই আলাদা দল। দু’জনের উত্তরে সামঞ্জস্য খুঁজবেন গোয়েন্দারা। কোনওরকমের দুর্নীতির গন্ধ পাওয়া গেলেই যে বিষম ফাঁপরে পড়বেন পার্থ-অর্পিতা, তা বলাই বাহুল্য।