Jeetu Kamal-Nabanita Das: তিন মাসের ধরেই আলাদা থাকছেন, জানালেন নবনীতা
বৃহস্পতিবার দুপুরেই আচমকাই একটা পোস্ট। সোশ্যাল মিডিয়ায় কার্যত বোমা ফাটালেন অভিনেত্রী নবনীতা দাস। এক পোস্টে জানালেন, সম্পর্কে চিড় ধরেছে তাঁদের। সঙ্গে এ-ও জানালেন তাঁরা নাকি আর একসঙ্গে নেই। হতবাক ভক্তরা। বিগত এক বছর ধরে যে জল্পনা চলছে তাই তবে সত্যি হল?
বিচ্ছেদ জিতু-নবনীতার?
বৃহস্পতিবার দুপুরেই আচমকাই একটা পোস্ট। সোশ্যাল মিডিয়ায় কার্যত বোমা ফাটালেন অভিনেত্রী নবনীতা দাস। এক পোস্টে জানালেন, সম্পর্কে চিড় ধরেছে তাঁদের। সঙ্গে এ-ও জানালেন তাঁরা নাকি আর একসঙ্গে নেই। হতবাক ভক্তরা। বিগত এক বছর ধরে যে জল্পনা চলছে তাই তবে সত্যি হল?
মুখ খুললেন জিতু
নবনীতা দাস বিচ্ছেদের কথা ঘোষণার পরেই আমরা যোগাযোগ করেছিলাম জিতু কামালের সঙ্গে। তিনি বলেন, ” না না, এসব কিচ্ছু না। ওহ বাচ্চা মেয়ে। কোনও কারণে রাগ করেছে। এই সব কিচ্ছু না।” সোশ্যাল মিডিয়াতেও নবনীতাকে নিয়ে একটি পোস্ট করেছেন জিতি। লিখেছেন, “তোমায় শুরুতেও আগলেছি, আজও আগলাবো..আগামীতে তাই করবো”।
বিচ্ছেদ প্রসঙ্গে নবনীতা
বৃহস্পতিবার জিতু কামালের সঙ্গে আলাদা হওয়ার খবর সামনে আনেন নবনীতা দাস। এই প্রসঙ্গে TV9 বাংলাকে তিনি বললেন, তিন মাস ধরেই আলাদা থাকছি আমরা। লন্ডন যাওয়ার আগে থেকেই এই সিদ্ধান্ত নেওয়া। ইতিমধ্যেই করা হয়েছে আইনি পদক্ষেপ।
প্রথম দশে নেই ‘গৌরী’
টিআরপিতে ক’দিন আগেও প্রথম হয়েছিল যেই ধারাবাহিক, সেই ‘গৌরী এল’-ই প্রথম দশেই নেই! নতুন ধারাবাহিকের আগমনে স্লট বদল করা হয়েছিল ওই ধারাবাহিকের। কিন্তু তার খেসারত যে এই ভাবে দিতে হবে, তা হয়তো ভাবতেও পারেননি ওই ধারাবাহিকের নির্মাতা। চ্যানেল টপার তো দূরের কথা, স্লট টপারও হতে পারল না ওই ধারাবাহিক। সন্তুষ্ট থাকতে হল মাত্র ২.৯ নিয়েই।
ট্রোল্ড হলেন সন্দীপ্তা
‘ঈদ উদ জোহা’য় সকলকে শুভেচ্ছা জানিয়েছিলেন সন্দীপ্তা সেন। কিন্তু সে কারণে যে এভাবে কটাক্ষের মুখে পড়তে হবে তা হয়তো নিজেও ভাবেননি নায়িকা। ধর্ম নিয়ে উড়ে এল কটাক্ষ। সন্দীপ্তা যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি।
বিয়ের সানাই
টানা আড়াই বছর ধরে প্রেমের পর বিয়ের মরশুমে মালাবদল করলেন টলিপাড়ার অন্যতম জুটি অনামিকা চক্রবর্তী ও উদয় প্রতাপ সিং। বুধবার অর্থাৎ ২৮ জুন বিয়ে সারলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবিও। যা দেখা মাত্রই মুগ্ধ ভক্তরা। শুভেচ্ছার বন্যা বয়ে গেল পোস্টে।
অসুস্থ সৃজিত
হার্টের চিকিৎসার জন্য বেশ কিছু পরীক্ষা করাতে মিথিলার সঙ্গে এক বেসরকারি হাসপাতালে হাজির হন সৃজিত মুখোপাধ্যায়। খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় সকলকে আশ্বস্ত করে সৃজিত লেখেন, তিনি সুস্থ আছেন, কোনও ব্লক পাওয়া যায়নি।
সুশান্ত মৃত্যু-রহস্য
ফের শুরু হল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে নয়া জল্পনা। তদন্ত কোন জায়গায় দাঁড়িয়ে? এই প্রশ্নের জবাবে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। বললেন, “কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সবটাই এতটা প্রাথমিক স্তরে রয়েছে যে এখনই কিছু বলা যাচ্ছে না।”
ছুটি কাটাচ্ছেন রালিয়া
দুবাইতে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর। চুটিয়ে শপিং করলেন মেয়ে রাহার জন্য। এক জনপ্রিয় পোশাক ব্র্যান্ডের ব্যাগ হাতে তুললেন ছবিও।