Jawan Movies: ‘জওয়ান’-এর দ্বিতীয় ট্রেলার মুক্তির কথা ৩১ অগস্ট

Jawan Movies: ‘জওয়ান’-এর দ্বিতীয় ট্রেলার মুক্তির কথা ৩১ অগস্ট

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Aug 29, 2023 | 11:21 PM

‘জওয়ান’ ছবি নিয়ে চর্চা এখন তুঙ্গে। শাহরুখ খানের ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তির কথা ৩১ অগস্ট। শাহরুখ খানের কথায়, এ দিন তিনি কেবল ট্রেলারই সামনে আনবেন না, পাশাপাশি বুর্জ খালিফাতে ভক্তদের সঙ্গে দেখাও করবেন। সেখানেও দেখানো হবে ছবির ট্রেলার।

আমিরের প্রত্যাবর্তন
‘লাল সিং চাড্ডা’ মুখ থুবড়ে পড়েছিল। এর পরেই বলিউড থেকে খানিক বিরতি নেন আমির খান। তবে আবারও ফিরছেন তিনি। ২০২৪-এর বড়দিনে আবারও আসবেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। সুত্র জানাচ্ছে, এই মুহূর্তে ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে, আগামী বছর থেকেই শুরু হবে এই ছবির শুটিং।

বুর্জ খলিফায় ‘জওয়ান’
‘জওয়ান’ ছবি নিয়ে চর্চা এখন তুঙ্গে। শাহরুখ খানের ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তির কথা ৩১ অগস্ট। শাহরুখ খানের কথায়, এ দিন তিনি কেবল ট্রেলারই সামনে আনবেন না, পাশাপাশি বুর্জ খালিফাতে ভক্তদের সঙ্গে দেখাও করবেন। সেখানেও দেখানো হবে ছবির ট্রেলার।

অসুস্থ মাহিরা
অসুস্থা শাহরুখ খানের অভিনেত্রী মাহিরা খান। ‘রইস’ ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। তবে ২০১৬ সালে উরি আক্রমণের পরই ভারতে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানের শিল্পীরা। মাহিরা জানিয়েছেন, তখন তিনি বাইপোলার ডিসওর্ডারের শিকার হন। আজও চলছে চিকিৎসা, এমনটা জানান অভিনেত্রী।

কবে মুক্তি পাচ্ছে ‘দ্য আর্চিজ়’?
‘দ্য আর্চিজ়’ সিরিজ দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে অগস্ত্য নন্দা, সুহানা খান ও খুশি কাপুরের। জোয়া আখতার পরিচালিত এই সিরিজ কবে মুক্তি পাবে? এবার মিলল তার উত্তর। মুম্বইয়ের রাস্তায় নেমে সিরিজের স্টার কাস্টরা জানিয়ে দিলেন, ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে ‘দ্য আর্চিজ়’।

ট্রোল্ড উর্বশী
এক মিনিটের পারিশ্রমিক ১ কোটি টাকা। অভিনেত্রী তথা মডেল উর্বশী রাউতেলা এবার কটাক্ষের শিকার। যদিও বিতর্কে না জড়িয়ে এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, এই সাফল্যই তো কাম্য। তবে নেটিজ়েনরা মানতে নারাজ। একেবারে তুলোধনা করে ছাড়ছেন সেলেবকে।

হাউহাউ করে কান্না রাখির
উমরাহ করতে মক্কায় গিয়েছেন রাখী সাওয়ান্ত। তাঁর বৈবাহিক জীবন জুড়ে সম্প্রতি ফের ঝড় উঠেছে। স্বামী আদিল দুরানি তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। উমরাহ করতেও গিয়েও রাখীর মনে শান্তি নেই। কাঁদতে-কাঁদতে বললেন, ‘‘আল্লাহ, আমি কী করব? বলিউডে পা রাখার জন্য আদিল আমাকে বিয়ে করেছে। আমার জীবন নষ্ট করেছে।” যদিও নেটিজেনদের মতে, রাখী যা করছেন, তা নিছকই পাব্লিসিটি স্টান্ট।

এল স্ত্রীর শুভেচ্ছা
জন্মদিনে জিতু কামালকে শুভেচ্ছা জানাতে দেখা যায়নি নবনীতা দাসকে। জিতু যেহেতু নবনীতা দাসের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন, তাই সকলের চোখ ছিল নায়িকার প্রোফাইলে। বাড়ছিল রাত, তা সত্ত্বেও নবনীতার শুভেচ্ছা না আসায় যখন কার্যত হতাশ ভক্তরা, সেই সময়েই এল এক পোস্ট। পোস্ট নয়, বলা ভাল ইনস্টা স্টোরি। জিতুর এক ছবি শেয়ার করে নবনীতা লেখেন, ‘শুভ জন্মদিন’। স্ত্রীর শুভেচ্ছায় যদিও নির্বিকার অভিনেতা।

নিশিঠেকে রাজ-কৌশানীর জমিয়ে নাচ
না উইকেন্ড নয়, সোমবারের রাত। শহরের নিশিঠেকে বসেছিল ‘আবার প্রলয়’-এর সাকসেস পার্টি। রাজ চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজের সাফল্য উদযাপন করতে হাজির ছিল টলিউডের একাংশ। হাজির ছিলেন কৌশানী মুখোপাধ্যায়ও। সেখানেই জমিয়ে পরিচালক রাজের সঙ্গে নাচতে দেখা গেল তাঁকে। ‘লড়কি আঁখ মারে’ থেকে ‘সিটি বাজায়ে’, রাজ-কৌশানীর নাচ দেখে তাজ্জব সকলেই। শুভশ্রীও হাজির ছিলেন। তা দেখে নেটিজেনদের রসিকতা, “নায়িকার সঙ্গে এত ক্লোজ। বউ মারবে তো।”

পুনর্মুক্তি ‘কালকক্ষ’র
জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি ‘কালকক্ষ’ আবারও মুক্তির পথে। ছবি প্রযোজনা সংস্থা থেকে জানিয়ে দেওয়া হল, আগামী ১ সেপ্টেম্বর আবারও বড়পর্দায় আসছে ‘কালকক্ষ’। তবে নন্দন পাবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত কোনও খবর নেই।