Monali Thakur: গায়িকার ঠোঁট দেখে আঁতকে উঠলেন ভক্তরা
মিষ্টি গোল মুখ, এক গাল হাসি... এতদিন গায়িকা-অভিনেত্রী মোনালি ঠাকুরকে এভাবেই দেখে এসেছেন সকলের। তাঁর গলার মাধুরী মেশানো গান বেশ পছন্দের আমজনতার। এহেন মোনালিকে সম্প্রতি কিছু ছবি শেয়ার করতেই চমকে উঠল নেটপাড়া। উড়ে এল প্রশ্ন, "লিপজব নাকি! ঠোঁটের এ কী অবস্থা করেছেন?" মোনালি যদিও নীরব।
মুক্তি পেল টিজার
আজ মঙ্গলবার, প্রকাশ্যে এল ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র টিজ়ার। ইতিমধ্যেই যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। করণ জোহরের এই ছবিতে ভালবাসার উদযাপন করতে আসছেন রণবীর সিং ও আলিয়া ভাট। আগামী ২৮ জুলাই মুক্তি পাবে করণ জোহরের এই ছবি।
বাবা হলেন রামচরণ
সুখবর দক্ষিণী সুপারস্টার রামচরণের জীবনে। ঘরে এসেছে কন্যাসন্তান। বিয়ের ১০ বছর পর সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন রামচরণ ও স্ত্রী উপাসনা। খুদে আসার আনন্দে আপাতত ভাসছে গোটা পরিবার। হায়দরাবাদের জুবিলি হিলসের এক বেসরকারি হাসপাতালে জন্ম নিল রামচরণ-উপাসনার সন্তান।
ক্ষুব্ধ ছোট পর্দার ‘লক্ষ্মণ’
‘আদিপুরুষ’দেখে বেজায় চটেছেন ছোট পর্দার লক্ষ্মণ, সুনীল লহরি। রামায়ণের নতুন সংস্করণের চরিত্র থেকে চিত্রনাট্য—সব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রাবণের চুলের কাট বিরাট কোহলির মতো, বলে নিন্দে করেছেন তিনি।
মোনালির ঠোঁট দেখে অবাক ভক্তরা!
মিষ্টি গোল মুখ, এক গাল হাসি… এতদিন গায়িকা-অভিনেত্রী মোনালি ঠাকুরকে এভাবেই দেখে এসেছেন সকলের। তাঁর গলার মাধুরী মেশানো গান বেশ পছন্দের আমজনতার। এহেন মোনালিকে সম্প্রতি কিছু ছবি শেয়ার করতেই চমকে উঠল নেটপাড়া। উড়ে এল প্রশ্ন, “লিপজব নাকি! ঠোঁটের এ কী অবস্থা করেছেন?” মোনালি যদিও নীরব।
বিস্ফোরক হেমা
সলমন খানের হোম প্রোডাকশন ‘দাবাং থ্রি’-এর অভিনেত্রী হেমা শর্মা এবার বিস্ফোরক অভিযোগ আনলেন ভাইজানের টিমের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ২০১৯-এ তিনি সলমনের সঙ্গে দেখা করতে চাইলে তাঁকে হেনস্থা করা হয়েছিল। এমনকী সলমন খানের বাউন্সাররা তাঁর গায়েও হাত তোলেন বলে দাবি করেছেন তিনি।
সিনের আগে ভদকা শট মনোজের?
ইন্ডাস্ট্রিতে রটনা প্রতিটি ছবিতে শট দেওয়ার আগে নাকি ভদকা খান মনোজ বাজপেয়ী। সত্যিই কি তাই? এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন মনোজ। জানিয়েছেন, তিনি হোমিওপ্যাথি ওষুধ খান, কিন্তু সবাই মনে করেন তা বুঝি ভদকা।
মুখ খুললেন আমিশা
অভিনেত্রী আমিশা পাটেলের নামে প্রতারণার অভিযোগ এনেছেন জনৈক অজয় কুমার সিং। কিছুদিন আগেই এই মামলায় জামিন পেয়েছেন আমিশা। অবশেষে এই ঘটনা নিয়ে মুখ খুললেন তিনি। একটি সাক্ষাৎকারে জানান, তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যে মামলা করা হয়েছে। তিনি আদপেও দোষী নন।
একসঙ্গে বিক্রম-স্বস্তিকা
‘শিবপুর’ বিতর্ক অতীত। ফের পরিচালক অরিন্দম ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তবে এবার নায়ক পরমব্রত চট্টোপাধ্যায় নন, দেখা যাব্দে বিক্রম চট্টোপাধ্যায়কে। ছবিতে স্বস্তিকা একজন সাংবাদিকের ভূমিকায়। ছবির নাম ‘দুর্গাপুর জাংশন’।
সন্দীপ্তাকে নিয়ে মিথ্যে রটনা
সোশ্যাল মিডিয়ায় যা রটে, তা সব সময় ঘটে কি? এই যেমন বিগত বেশ কিছু দিন ধরেই রটেছে সন্দীপ্তা সেন কৌশিক রায়ের সঙ্গে জুটি বেঁধে এক নতুন ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন। এ-ও রটেছে সেই ধারাবাহিকের লুক সেট থেকে শুরু করে প্রোমো শুট, সবই নাকি এক্কেবারে ‘ডান’। তবে সন্দীপ্তার দাবি, যা রটেছে তা মিথ্যে। তিনি কোনও ধারাবাহিক করছেন না।