FIFA Women's World Cup: মেয়েদের ফুটবল বিশ্বকাপে গ্ল্যামার ছড়াবেন কারা?

FIFA Women’s World Cup: মেয়েদের ফুটবল বিশ্বকাপে গ্ল্যামার ছড়াবেন কারা?

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jun 21, 2023 | 1:15 PM

এ বারের মেয়েদের বিশ্বকাপ শুরু হবে জুলাইয়ের ২০ তারিখে। কোন ফুটবলাররা গ্ল্যামার ছড়াবেন সেটাই দেখে নিন। কসোভারে আসল্লানি, এসি মিলান এবং সুইডেন জাতীয় দলের হয়ে খেলেন। মিশেল অ্যালোজি হলেন নাইজেরিয়ান ফুটবল তারকা। আগাতা ইসাবেলা, সেন্টাসো ইতালি জাতীয় দলে খেলেন।

এ বারের মেয়েদের বিশ্বকাপ শুরু হবে জুলাইয়ের ২০ তারিখে। কোন ফুটবলাররা গ্ল্যামার ছড়াবেন সেটাই দেখে নিন। কসোভারে আসল্লানি, এসি মিলান এবং সুইডেন জাতীয় দলের হয়ে খেলেন। তাঁর বয়স ৩৩ বছর। কসোভারে আসল্লানি স্ট্রাইকার বা অ্য়াটাকিং মিডফিল্ডারে খেলেন। খেলেছেন ১৬০টিরও বেশি ম্যাচ। মিশেল অ্যালোজি হলেন নাইজেরিয়ান ফুটবল তারকা। নাইজেরিয়ার মহিলা জাতীয় দলে খেলেছেন। মিশেল অ্যালোজিয়ের অভিষেক হয়েছিল ২০২১ সালে জাতীয় দলে। আগাতা ইসাবেলা, সেন্টাসো ইতালি জাতীয় দলে খেলেন। তাঁর বয়স ৩৩ বছর।

আগাতা ইসাবেলা, মিডফিল্ডার হিসাবে খেলেন। ফুটবল খেলা ছাড়াও তিনি একজন মডেল। সারকিনা কারচাউই, ফ্রান্সের জাতীয় দলে খেলেন। ২০১৬ সালে জাতীয় দলের হয়ে লেফটব্যাক হিসেবে খেলেছেন। সারকিনা কারচাউই, রিও অলিম্পিকও খেলেছেন। লরেন সেসেলম্যান, কানাডার হয়ে ২০১৫ সালে প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁর বয়স ২৯ বছর। লরেন সেসেলম্যান, অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মহিলা টিমের অধিনায়ক ছিলেন। তাঁর বয়স ৩৩ বছর। ইন্সটাগ্রামে লরেন সেসেলম্যানের ১০ মিলিয়ন অনুরাগী আছে। আলিশা লেম্যান, ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে খেলেন। সুইজারল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেছেন।