এমনসব প্রশ্ন যে আব্বাস বললেন ‘অব বস’

utsha hazra

|

Updated on: May 07, 2021 | 1:42 PM

ভোটের প্রচারে মেটিয়াবুরুজের আইএসএম প্রধান আব্বাস সিদ্দিকী ভাইজান। সেখানে পৌঁছে গিয়েছিল TV9 নাইন বাংলার ক্যামেরা।

ভোটের প্রচারে মেটিয়াবুরুজের আইএসএম প্রধান আব্বাস সিদ্দিকী ভাইজান। সেখানে পৌঁছে গিয়েছিল TV9 নাইন বাংলার ক্যামেরা। TV9 বাংলার সাংবাদিক প্রীতম দে প্রচার মঞ্চের উপর এই one-to-one ইন্টারভিউ নিলেন। প্রথম প্রশ্ন ছিল: ভাইজান সলমান খানকে চেনেন কি না। উত্তরে ভাইজান জানান, চেনেন—কিন্তু সিনেমা দেখে নয়, কারণ সিনেমা দেখা আর তাঁর ক্ষেত্রে মানা। তবে পোস্টারে-ব্যানারে-কাগজে ছবি দেখেছেন সলমান খানের। এইভাবে চেনেন এই ভাইজানকে ওই ভাইজানকে। প্রেম করে বিয়ে করেছেন কি না, সেই প্রশ্নের উত্তরে মুচকি হেসে ভাইজানের উত্তর, বাড়ি থেকে দেখে দিয়েছে। পছন্দের খাবারের তালিকায় বিরিয়ানি একেবারেই নেই। পছন্দ গরম সাদা ভাত। আইএসএফ এর সিম্বল খাম কেন? এখানে কবে নতুন দিনের স্বপ্ন চিঠি আসবে, কর্মসংস্থান আসবে—এটাই ভাবা হয়েছে। বাম তরুণ-তরুণী ব্রিগেডের সম্পর্কে বিশেষত মীনাক্ষী সম্পর্কে ভাইজানের বক্তব্য এই বোনেরা লড়াকু এবং খুব ভাল। দিদির বিরুদ্ধে এত মুখ খোলেন, অথচ মোদীর বিরুদ্ধে মুখ বন্ধ কেন? অস্বীকার করে বলেন, “মোদীর বিরুদ্ধেও আমি কথা বলি।” অধীর চৌধুরীর সঙ্গে ঝামেলা মিটেছে? রাগ কমেছে তাঁর? ভাইজান জানান তাঁর কাছে কোনও খবর নেই। এরপর আরও প্রশ্ন ধেয়ে আসতেই আব্বাস সিদ্দিকী থামিয়ে দিয়ে বলেন, “আব্ ব্যস।”

 

Published on: May 07, 2021 10:20 AM