Suvendu Adhikari News: 'টাকা আটকাইনি, চুরি আটকেছি'

Suvendu Adhikari News: ‘টাকা আটকাইনি, চুরি আটকেছি’

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 01, 2023 | 9:12 PM

কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তুমুল চাপানউতোর বিধানসভায়। সোমবার সরকার পক্ষের তরফে একটি প্রস্তাব আনা হয়। কেন্দ্রের বঞ্চনা নিয়ে প্রস্তাব। এই প্রস্তাবের বিপক্ষে দাঁড়িয়ে বিস্ফোরক শুভেন্দু।

কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তুমুল চাপান উতর এর স্বাক্ষী থাকলো রাজ্য বিধানসভা । সোমবার সরকার পক্ষে র তরফে একটি প্রস্তাব আনা হয় । কেন্দ্রের বঞ্চনা নিয়ে । এই প্রস্তাবের বিপক্ষে দাড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন “আমরা কেন্দ্রের টাকা আটকাইনি । চুরি আটকেছি ” ।
রাজনৈতিক ভাবে তৃণমূল বারে বারে বলে আসছিল এরাজ্যের বিজেপি নেতারা বাংলার বরাদ্দ টাকা না দিতে বলেছে কেন্দ্র কে । এর আগেও দিলীপ ঘোষ প্রকাশ্যেই বলেছেন দিল্লি যেন টাকা না দেয় , কারণ টাকা চুরি হচ্ছে । এবার কার্যত সেই সুরেই বিধানসভার অধিবেশনে দাড়িয়ে শুভেন্দু অধিকারী বললেন ” টাকা আটকাই নি , চুরি আটকেছি ” । বক্তব্য রাখতে উঠে এনিয়ে বিশদে ব্যাখ্যা ও দিলেন তিনি । বললেন , এরাজ্যের আবাস এবং একশো দিনের কাজ নিয়ে বেশ কিছু অভিযোগ তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং এর কাছে জানান তিনি । দু টি বাদে সব কটি অভিযোগে সিলমোহর দিয়েছে কেন্দ্র । দাবি করেন শুভেন্দু । তার জেরেই বাংলার টাকা আটকানো হয়েছে । লাগু হয়েছে সেকশন ২৭ । অধিবেশনে বলেন শুভেন্দু । এদিন মালদা মুর্শিদাবাদ এ আবাস এবং একশো দিনের কাজের দুর্নীতির পরিসংখ্যান তুলে ধরেন । একই সঙ্গে বিরোধী দলনেতা র দাবি , আগামী অর্থ বর্ষেও এই দুই খাতে টাকা পাবে না রাজ্য ।
রাজ্য কেন কেন্দ্রীয় বরাদ্দ পাচ্ছে না , সেই ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু আরো কারণ তুলে ধরেন । বলেন বহু কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করেছে রাজ্য । তাই টাকা রয়েছে আটকে । জল জীবন মিশন সহ শিক্ষা খাতে টাকা পুরো খরচ করতে পারেনি রাজ্য । এই তথ্য উল্লেখ করে শুভেন্দু বলেন এই দুই খাতেও আগামী দিনে টাকা পাবে না রাজ্য ।
এদিন বক্তব্যের শেষে শুভেন্দু বলেছেন , চুরি যদি না করা হয় তবে তিনি তৃণমূলের সঙ্গে একসঙ্গে দিল্লি যাবেন রাজ্যের বরাদ্দ আদায় এ।

শুভেন্দু র এই দাবি কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন চন্দ্রিমা ভট্টাচার্য । রাজ্যের অর্থ মন্ত্রী বলেন , শুভেন্দু যে ঘটনা গুলোর দাবি করছে সেগুলো সবই ২০১৮ সালের । তখন শুভেন্দু ও তৃণমূলে ই ছিল ।

কেন্দ্রীয় বঞ্চনা বাংলার বহু চর্চিত একটি বিষয় ।বাম থেকে তৃণমূলের জমানা বারে বারে উঠে এসেছে দিল্লির বঞ্চনার ইস্যু । সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ও শাসকের মূল হাতিয়ার ছিল দিল্লির বঞ্চনা । আগামী সেপ্টেম্বর মাসে দিল্লির বুকে অভিষেক যাচ্ছেন তৃণমূল কর্মী দের নিয়ে । তার আগে রাজ্য বিধান সভা কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে সরব হলো