Hanskhali School News: স্কুল হয়ে যায় পুকুর!

Hanskhali School News: স্কুল হয়ে যায় পুকুর!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 01, 2023 | 7:13 PM

বৃষ্টি হলে পুকুরে পরিণত হয় স্কুল। স্কুলে ঢুকতে পারেন না পড়ুয়া থেকে শিক্ষকেরা। এই সমস্যা তাদের দীর্ঘদিনের। তাই পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুল পড়ুয়া অভিভাবকেরা। নদীয়া হাঁসখালি থানার হাঁসখালি হাই স্কুলের ঘটনা।

বৃষ্টি হলে পুকুরে পরিণত হয় স্কুল। স্কুলে ঢুকতে পারেন না পড়ুয়া থেকে শিক্ষকেরা। এই সমস্যা তাদের দীর্ঘদিনের। তাই পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্কুল পড়ুয়া অভিভাবকেরা।নদীয়া হাঁসখালি থানার হাঁসখালি হাই স্কুলের ঘটনা। এই স্কুলে জল নিকাশি ব্যবস্থা সেই ভাবে না থাকার কারণে স্কুলেই মধ্যেই জমে থাকে জল।একটু বৃষ্টি হলেই ক্লাস রুমে ও প্রশাসনিক ভবনেও জল প্রবেশ করে। ফলে বর্ষাকালে বেশিরভাগ দিনেই স্কুল ছুটি থাকে। এইভাবে স্কুল বন্ধ থাকে পঠন পাঠন। ফলে ছাত্র-ছাত্রীদের পঠন পাঠানের অসুবিধা হয়। প্রশাসনিকভাবে জানানো সত্বেও এর কোন সূরা হয়নি। গতকাল রাত্রে সে একই অবস্থা হওয়ায় আজ স্কুল ও গ্রামবাসী সহযোগিতায় হাসখালি কৃষ্ণনগর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা।