Panchayat Election 2023 News Update: ভোটে এবার শ্বশুর-জামাই লড়াই!

Panchayat Election 2023 News Update: ভোটে এবার শ্বশুর-জামাই লড়াই!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 27, 2023 | 8:17 PM

Panchayat Polls 2023 News,Mamata Banerjee,Panchayat Election 2023 Violence,Panchayat Election,Duyare Sarkar,Panchayat Election Video,Panchayat Election News,West Bengal Panchayat Election 2023,Panchayat Election News Today,Paschimbanga Panchayat Election 2023,Bangla Panchayat Election 2023,Bangla Panchayat Vote,Panchayat Election 2023,Sorasori Mukhyamantri,tv9 bangla,tv9 bangla live,Bhnagar,Bhanagar News,Bhanagar ISF,ISF,TMC,Bhangar TMC

পঞ্চায়েত নির্বাচনে শ্বশুর জামায়ের লড়ায়ে জমজমাট মথুরাপুর-২ ব্লকের নন্দকুমারপুর পঞ্চায়েতের ২৭৩ নম্বর বুথ। এই বুথে লড়াই শ্বশুর বনাম জামাইয়ের। তৃণমূলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুষেনজিৎ মন্ডল। অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছেন তাঁরই শ্বশুর পালান পাইক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দকুমারপুরের এই বুথ বরাবরই বামেদের দখলে। কিন্তু সিপিএমের বিগত দুবারের বিজয়ী প্রার্থী পালান পাইক বিজেপিতে যোগ দিয়েছিলেন। এবারের নির্বাচনে বিজেপির প্রতীকে লড়াই করছেন তিনি। তাঁর বিরুদ্ধেই প্রচারে সুর চড়াচ্ছেন জামাই সুষেনজিৎ মন্ডল। দুই প্রার্থীই সারাদিন ভরে প্রচার চালালেও রাজনীতির বাইরে গিয়ে শ্বশুর জামায়ের সম্পর্কে কোন চিড় ধরেনি। তৃণমূল প্রার্থী জানিয়েছেন, দিদির উন্নয়নকে হাতিয়ার করে প্রচার চালাচ্ছি। এলাকার মানুষ আমাকেই ভোট দিয়ে জেতাবেন।’
অন্যদিকে বিজেপি প্রার্থী জানিয়েছেন, তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে প্রচার চালাচ্ছি। তবে শ্বশুর জামায়ের সম্পর্কে কোন ফাটল ধরবেনা।
তবে বিজেপির প্রার্থী পালন বাবুর মেয়ে এই নির্বাচনে স্বামীর পাশেই আছেন বলে জানিয়েছেন। তবে শ্বশুর জামায়ের মধ্যে শেষ হাসি কে হাসে তারজন্য নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে৷