Dhupguri News: সাপ চিনতে না পেরে সাপকে নিয়ে সটান হাজির হাসপাতালে যুবক

Dhupguri News: সাপ চিনতে না পেরে সাপকে নিয়ে সটান হাজির হাসপাতালে যুবক

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 27, 2023 | 8:25 PM

বিরল প্রজাতির সাপের কামড়ে অসুস্থ যুবক। সাপ চিনতে না পেরে সাপকে নিয়ে সটান হাজির হাসপাতালে যুবক হুলুস্থুল কান্ড ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধুপগুড়ি হাসপাতাল চত্বরে।

বিরল প্রজাতির সাপের কামড়ে অসুস্থ যুবক। সাপ চিনতে না পেরে সাপকে নিয়ে সটান হাজির হাসপাতালে যুবক হুলুস্থুল কান্ড ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ধুপগুড়ি হাসপাতাল চত্বরে।

ধূপগুড়ি ব্লকের বারঘরিয়া অঞ্চলের বিশ্বনাথ মন্ডল নামে ওই যুবক রবিবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে রাস্তার ধারে বসে আড্ডা দিচ্ছিলেন। সে সময় হঠাৎই তিনি অনুভব করেন তার ডান পায়ে কিছু একটা কামড়েছে।
এদিক-ওদিক খোঁজাখুঁজির পর অবশেষে পাড়ার লোককে ডাকাডাকি শুরু করেন তিনি ‌। তারা এসে দেখেন তার ডান পায়ে আঘাতের চিহ্ন এবং পাশেই একটি বিরল প্রজাতির সাপ রয়েছে। এরপর তার ডান পায়ের আঘাতের চিহ্নের ঠিক উপরে গামছা দিয়ে বেঁধে তাকে হাসপাতালে নিয়ে যান এলাকাবাসীরা। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা

যদিও প্রথমে বাসিন্দারা ওই সাপটিকে দেখে মনে করেন দারাশ সাপ, কিন্তু না সাপটির শরীরের গঠন অনেকটা কালাচ সাপের মতো থাকলেও মাথার অংশটা সাদা যা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল।

এবিষয়ে সর্প বিশারদ মিন্টু চৌধুরী জানান , যে সাপটি যুবককে কামড়েছে সেটি আসলে বিষধর বলেই হচ্ছে। সাপটির সম্পর্কে এখনো যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। সাপটির সম্পর্কে তথ্য সন্ধান করা হচ্ছে। এটি একটি লুপ্তপ্রায় প্রজাতির সাপ বলেই মনে করা হচ্ছে।