Fixed Deposit Scheme: জেনে নিন কোন বেসরকারি ব্যাঙ্কে টাকা জমালে সুদ পাবেন সর্বোচ্চ
Kotak Mahindra ব্যাঙ্ক ৩৯০ দিনের থেকে 2 বছরের কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিটে সর্বাধিক ৭.২০% হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৭০%
আমজনতার কাছে ভবিষ্যতের জন্য নিরাপদ সঞ্চয়ের একটি অন্যতম পছন্দের অপশন ফিক্সড ডিপোজিট। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার এখন অনেকটাই কমেছে। এই বেসরকারি ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে আপনি ভাল রিটার্ন পেতে পারেন। Kotak Mahindra ব্যাঙ্ক ৩৯০ দিনের থেকে 2 বছরের কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিটে সর্বাধিক ৭.২০% হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৭০%। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এই সুদের হার বেশ আকর্ষণীয়। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের ক্ষেত্রে ৭-১৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের সুদ ২.৭৫% । ১৫-৩০ দিনের জন্য ফিক্সড ডিপোজিটের সুদ ৩ % । ৯১-১২০ দিনের জন্য টাকা ফিক্সড করলে সুদ ৪%। ১২১-১৭৯ দিনের জন্য ফিক্সড ডিপোজিট চালু করলে ৪.২৫ % হারে সুদ পাবেন গচ্ছিত টাকার উপর। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে ১৮০ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করা হলে ৬.৫০ % হারে সুদ পাওয়া যাবে। ১৮১-৩৬৩ দিনের জন্য টাকা ফিক্সড করলে সুদ পাবেন ৬ % হারে। ৩৬৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করা হলে সুদের হার হবে ৬.২৫ %। ৩৬৫-৩৮৯ দিনের ফিক্সড ডিপোজিট চালু করা হলে, সেক্ষেত্রে ৭ % হারে সুদ পাওয়া যাবে। ৩ বছর থেকে ৪ বছরের কম সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করা হলে ৬.৫০ % হারে সুদ পাবেন। কিন্তু ৪ বছর থেকে ৫ বছরের কম সময়ের জন্য বিনিয়োগ করলে ৬.২৫ % হারে সুদ পাবেন।