Firecracker Maker: বাজি কারিগরদের প্রশ্ন
পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার খাদিকুল, উত্তর ২৪পরগনা দত্তপুর , এগরা সহ রাজ্যের একাধিক জায়গায় বেআইনি বাজি কারখানার ফলে বহু প্রাণ গেছে। ফলে চাপে পুলিশ প্রশাসন। অপরদিকে বিরোধীদের চাপ ও সরকারি সমালোচনার ফলে বিপাকে পড়েই রাজ্যের ঘোষণা বেআইনি বাজি কারখানা বন্ধ করা নিয়ে আদা জল খেয়ে নামলো প্রশাসন।
পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার খাদিকুল, উত্তর ২৪পরগনা দত্তপুর , এগরা সহ রাজ্যের একাধিক জায়গায় বেআইনি বাজি কারখানার ফলে বহু প্রাণ গেছে। ফলে চাপে পুলিশ প্রশাসন। অপরদিকে বিরোধীদের চাপ ও সরকারি সমালোচনার ফলে বিপাকে পড়েই রাজ্যের ঘোষণা বেআইনি বাজি কারখানা বন্ধ করা নিয়ে আদা জল খেয়ে নামলো প্রশাসন। গত কয়েকদিন জেলায় মারিসদা,পটাসপুরে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে বেশ কিছু বাজি ও মশলা। প্রশাসনের এই সাঁড়াশি অভিযান ও সচেতনতার জেরে বিপাকে এবার কর্মীরা। প্রশাসনের নির্দেশে বাজি তৈরি ও বিক্রি বন্ধ করে কোন রকম ভাবে দিন যাপন করছে চিগুড়মারি গ্রামের বাজি কারিগররা। প্রশাসনের নির্দেশে বন্ধ হয়ে যায় বাজি তৈরি ও বিক্রি। বাজি তৈরি ও বাজি বিক্রির সাথে যুক্ত মানুষজনদের জন্য বাজি হাব গড়ে তোলা হবে এমনটাই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী খাদিকুলে এসে।কিন্তু তা আদতে হবে কিনা সে নিয়ে দ্বন্দ্বে রয়েছে চিগুড়মারী গ্রামের বাজির কারিগররা ! পূর্ব মেদিনীপুর জেলার এগরার খাদিকুলে বাজি বিস্ফোরণের পর মহিষাদলের বাজি পাড়া নামে পরিচিত চিঙ্গুড়মারি এলাকার বহু পরিবার অসহায় হয়ে পড়েছে। কেউ বাড়িতে বিড়ি বাঁধছে আবার কেউ মাঠে ঘাটে কাজ করছে আবার কেউ ছোটখাটো চায়ের দোকান খুলে বসেছে। কোনো রকমে খুঁড়িয়ে চলছে সংসার। তারা চাইছেন রাজ্য সরকারের ঘোষণা অনুসারে দ্রুত গড়ে উঠুক বাজি হাব কারণ বাজি শিল্পের কারিগর হিসেবে তারা পারদর্শী। অপরদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দাবি আমরা মুখ্যমন্ত্রী নির্দেশ মতনই লাগাতার অপারেশন চালাচ্ছি। আবার মানুষ কে সচেতন করছি যাতে পাড়ায় পাড়ায় অবৈধ ভাবে বাজির কারখানা গড়ে না ওঠে তার জন্য জনগণের সাহায্য চাইছি ওনাদের সুরক্ষার স্বার্থে।
![মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বান্ধবীকে উপহার দিন এই ভালবাসার দিনে... মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বান্ধবীকে উপহার দিন এই ভালবাসার দিনে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Video-Invest-in-Mutual-Funds-in-This-Valentines-Day.jpeg?w=280&ar=16:9)
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ, বান্ধবীকে উপহার দিন এই ভালবাসার দিনে...
![১১ দিকে ৩৭ শতাংশ পড়ল আপনার বাড়ির ফ্রিজের কোম্পানির শেয়ারের দাম! ১১ দিকে ৩৭ শতাংশ পড়ল আপনার বাড়ির ফ্রিজের কোম্পানির শেয়ারের দাম!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/37-Drop-in-Share-Price-of-Whirlpool-of-India-in-11-Days.jpg?w=280&ar=16:9)
১১ দিকে ৩৭ শতাংশ পড়ল আপনার বাড়ির ফ্রিজের কোম্পানির শেয়ারের দাম!
![২০২৪-এ অ্যাক্টিভ স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ হয়েছে ৩৫ হাজার কোটি! ২০২৪-এ অ্যাক্টিভ স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ হয়েছে ৩৫ হাজার কোটি!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/SIP.jpeg?w=280&ar=16:9)
২০২৪-এ অ্যাক্টিভ স্মলক্যাপ ফান্ডে বিনিয়োগ হয়েছে ৩৫ হাজার কোটি!
!['বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি', বাড়ছে না নতুন বিনিয়োগও! 'বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি', বাড়ছে না নতুন বিনিয়োগও!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Bangladesh-6.jpeg?w=280&ar=16:9)
'বাংলাদেশে ব্যবসার পরিবেশের উন্নতি হয়নি', বাড়ছে না নতুন বিনিয়োগও!
![ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ থেকে RBI-এর নীতি, কেন পড়ছে ভারতের বাজার? ট্রাম্পের ‘শুল্ক যুদ্ধ’ থেকে RBI-এর নীতি, কেন পড়ছে ভারতের বাজার?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Market-Crash.jpeg?w=280&ar=16:9)