Walkie Talkie: রিচার্জ ছাড়াই করুন কল
ফোনের খরচ আগের থেকে অনেকটা বেড়ে গেছে। রোজ দামী হচ্ছে ফোন কল । প্রায়ই টেলিকম কোম্পানিগুলি তাদের কল চার্জ বাড়াছে । এই অবস্থায় বাঁচাতে পারে একটি ডিভাইস। এতে সিম ছাড়াই কল করা যায় । পরিচিত এই যন্ত্রের নাম ওয়াকি টকি ।
ফোনের খরচ আগের থেকে অনেকটা বেড়ে গেছে। রোজ দামী হচ্ছে ফোন কল । প্রায়ই টেলিকম কোম্পানিগুলি তাদের কল চার্জ বাড়াছে । এই অবস্থায় বাঁচাতে পারে একটি ডিভাইস। এতে সিম ছাড়াই কল করা যায় । পরিচিত এই যন্ত্রের নাম ওয়াকি টকি । ৪ কিলোমিটার রেঞ্জ পর্যন্ত নির্ঝঞ্ঝাটে কথা বলা যাবে । বাজারে আছে দ্যুটি জনপ্রিয় ওয়াকি টকি। সাড়ে পাঁচ হাজার টাকায় পাওয়া যাবে এই ওয়াকি টকি গুলো । লেনোভো এন সেভেন সিক্সটিন এর অডিও কোয়ালিটি খুব ভাল । দাম মাত্র ৫,৫৯০ টাকা । আছে আলাদা রিসিভার। ১৭০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি আছে এই ওয়াকি টকিতে। বাওফেং বিএফ ৮৮৮এস এর ওয়াকি টকির দাম ৪,০০০ টাকা । ফ্লিপকার্টে কিনলে দেওয়া হছে ৫৬% ছাড় । ছাড়ের পর এই ওয়াকি টকি পাওয়া যাচ্ছে মাত্র ১,৭৫৫ টাকায়। এই দুটির এক্টি থাকলেই সারা বছর নিখরচায় কথা বলা যাবে ।
Latest Videos