Phone Drying Method: বৃষ্টিতে, জলেও ঠিক থাকবে ফোন, কীভাবে?
সামনে ঝড় জলের মরসুম। হঠাৎ বৃষ্টি এলে অনেকসময়ে ভিজে যেতে পারে ফোন । ফোন ভিজলে যেন সব গেল। কল, সোশাল মিডিয়া, ইমেল, বিনোদন ছাড়া সবই তো অন্ধকার! রয়েছে এই সমস্যা থেকে মুক্তির সহজ উপায় ।
সামনে ঝড় জলের মরসুম। হঠাৎ বৃষ্টি এলে অনেকসময়ে ভিজে যেতে পারে ফোন । ফোন ভিজলে যেন সব গেল। কল, সোশাল মিডিয়া, ইমেল, বিনোদন ছাড়া সবই তো অন্ধকার! রয়েছে এই সমস্যা থেকে মুক্তির সহজ উপায় । এতে করে বৃষ্টিতে হাপুস ভিজে গেলেও সুরক্ষিত থাকবে ফোন ।
এমন কি ফোন নিয়ে সাঁতারও কাঁটা যাবে। ওয়াটারপ্রুফ কেসে ফোন রাখলে জল থেকে বাঁচবে ফোন। জলে ডুবে যাওয়া ফোনকেও জল থেকে বাঁচাবে ওয়াটারপ্রুফ কেস । বাজারে এয়ার টাইট ওয়াটারপ্রুফ পাউচ পাওয়া যায় । এই পাউচে ফোন রাখলে সুরক্ষিত থাকবে ফোন । পাউচ স্বচ্ছ হয় তাই টাচও কাজ করে ফলে জলের মধ্যেই ফোন সক্রিয় থাকবে। যেসব ফোনের আইপি রেটিং থাকে তার লিক্যুইড ড্যামেজ কম হয়। আইপি ৬৭ রেটেড ফোন ওয়াটারপ্রুফ। আইপি ৬৮ রেটেড ফোন ওয়াটার রেজিস্ট্যান্ট। আইপি ৬৮ রেটেড ফোন ১.৫ মিটার গভীর জলে ৩০ মিনিট থাকলেও সুরক্ষিত থাকবে।
Latest Videos