Ganga Jal: পোস্ট অফিসে মিলবে গঙ্গাসাগরের পবিত্র জল

Ganga Jal: পোস্ট অফিসে মিলবে গঙ্গাসাগরের পবিত্র জল

TV9 Bangla Digital

| Edited By: Sneha Sengupta

Updated on: Jul 04, 2023 | 5:04 PM

Ganga Water: পবিত্র গঙ্গাসাগর গঙ্গাজলের বিতরণ আনুষ্ঠানিকভাবে 03.07.2023 (সোমবার) কলকাতা জিপিওতে (শিউলি দ্য পার্সেল ক্যাফে') 16:30 টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন পোস্টমাস্টার জেনারেল (M&BD), পশ্চিমবঙ্গ বৃত্ত।

গঙ্গাসাগর বা সাগর দ্বীপ হল গঙ্গা বদ্বীপের একটি দ্বীপ, যা পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার অধীনে কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের মহাদেশীয় বালুচরে অবস্থিত। এটি কেবল একটি পবিত্র তীর্থযাত্রা নয়, আবেগ এবং বিশ্বাসের একটি জটিল মিশ্রন। প্রতি বছর গঙ্গাসাগরে মকর সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্ত পবিত্র স্নান করেন। এই পবিত্র স্থানে লক্ষাধিক মানুষের ধর্মীয় ও সামাজিক বিশ্বাসের প্রতি শ্রদ্ধা রেখে এবং সারা দেশে হিন্দু ও বাঙালি প্রবাসীদের কথা বিবেচনা করে, পশ্চিমবঙ্গ সার্কেল সিদ্ধান্ত নিয়েছে যে দেশের সব কোণায় মানুষের জন্য পবিত্র জল উপলব্ধ করা হবে।

পবিত্র গঙ্গাসাগর গঙ্গাজলের বিতরণ আনুষ্ঠানিকভাবে 03.07.2023 (সোমবার) কলকাতা জিপিওতে (শিউলি দ্য পার্সেল ক্যাফে’) 16:30 টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন পোস্টমাস্টার জেনারেল (M&BD), পশ্চিমবঙ্গ বৃত্ত। পোস্টমাস্টার জেনারেল, কলকাতা অঞ্চল, পরিচালক, কলকাতা জিপিও এবং অন্যান্য।