Salman Khan: ‘আমাদের পরবর্তী টার্গেট সলমন’

Salman Khan: ‘আমাদের পরবর্তী টার্গেট সলমন’

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jul 06, 2023 | 4:32 PM

পঞ্জাবের গায়ক সিধু মুসওয়ালাকে গুলি করে হত্যা করা হয়। তাঁকে হত্যা করেছেন কানাডার গায়ক গোল্ডি। গোল্ডি ও তাঁর দলের নিশানা এখন বলিউডের অভিনেতা সলমন খানের ওপর।

পঞ্জাবের গায়ক সিধু মুসওয়ালাকে গুলি করে হত্যা করা হয়। তাঁকে হত্যা করেছেন কানাডার গায়ক গোল্ডি। গোল্ডি ও তাঁর দলের নিশানা এখন বলিউডের অভিনেতা সলমন খানের ওপর। সলমন খানকে হত্যা করার ব্যাপারে তাঁরা খুবই আশাবাদী। এই দলের কাছ থেকে হানি সিংও হত্যার হুমকি পেয়েছিলেন। গোল্ডি একটি হুমকির ভয়েজ মেসেজও পাঠিয়েছিলেন হানি সিংকে। বিগত ৬ মাস ধরে সলমন খান অনেক মৃত্যুর হুমকি পেয়েছেন। সেই জন্য ভাইজান সবসময় কড়া নিরাপত্তায় তিনি থাকেন। নিরাপত্তাকর্মীর সংখ্যাও বেড়েছে সলমন খানের বাড়ির সামনে। এই কড়া নিরাপত্তার মধ্যেই তিনি অভিনয় করে যাচ্ছেন। সলমন খানের সঙ্গে অনেক পুলিশকেও দেখা যায় নিরাপত্তা দেওয়ার জন্য। এখনই সলমন খান এই বিষয়ে কোনও কথা বলেননি।