Goutam Deb News: ক্ষোভে মেজাজ হারালেন মেয়র!

Goutam Deb News: ক্ষোভে মেজাজ হারালেন মেয়র!

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Aug 23, 2023 | 7:12 PM

নির্বাচনের প্রচারে এসে এলাকাবাসীর ক্ষোভের মুখে মেজাজ হারালেন গৌতম দেব। সব কাজ তৃণমূল করবে ভোটের সময় বিজেপি জিতবে এটা হতে পারে না। ধূগুড়িতে নির্বাচনী প্রচারে এসে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে এই কথাই বললেন ক্ষুদ্ধ শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

নির্বাচনের প্রচারে এসে এলাকাবাসীর ক্ষোভের মুখে মেজাজ হারালেন গৌতম দেব। সব কাজ তৃণমূল করবে ভোটের সময় বিজেপি জিতবে এটা হতে পারে না। ধূগুড়িতে নির্বাচনী প্রচারে এসে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে এই কথাই বললেন ক্ষুদ্ধ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। লোকসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনে বিজেপিকে জিতিয়েছেন, আর এলাকায় কাজ করবে তৃণমূল। ধূপগুড়িতে বিধানসভা উপনির্বাচনে তৃনমুলের প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে মেজাজ হারালেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব | বুধবার বৃষ্টিকে উপেক্ষা করে পৌরসভার আট নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।আর সেখানে গিয়ে দেখতে পান এলাকায় জমে রয়েছে প্রায় এক হাঁটু জল, বেহাল রাস্তা। আর সেই জল পেরিয়েই ভোট প্রচারে হয় তৃনমুল কর্মী সমর্থক দের। তবে গৌতম দেব সেই জলমগ্ন এলাকা টোটো তে করে পার হন। এদিকে গৌতম দেবকে হাতের কাছে পেয়ে রীতিমতো ক্ষোভ উগরে দেন এলাকাবাসী। অভিযোগ জানান এলাকার জলমগ্ন অবস্থা, বেহাল রাস্তা পানীয় জলের সমস্যা নিয়ে। আর এইসব অভিযোগ শুনে বেজায় চটে যান গৌতম দেব। বিজেপি জিতেছে তাই কাজ হয়নি এলাকায় দাবি করেন গৌতম দেব। এলাকা বাসীর ক্ষোভ কমাতে ধূপগুড়ি পৌরসভার জন্য রাজ্য সরকার কি কি করেছে সেই উন্নয়নের তালিকা ও তুলেধরেন সাধারণ মানুষের সামনে। এইদিকে গৌতম দেব কে ঘিরে এলাকাবাসীর ক্ষোভের বিষয় নিয়ে বিজেপি বলেন, ২০১৭ সালে গৌতম দেব প্রচারে এসে এলাকার মানুষকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু কোন কাজ হয়নি। তাই ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। আর বিরোধীদের ওয়ার্ডে তৃণমূল পরিচালিত পৌরসভা কোন কাজ করেনি। অর্থ বরাদ্দ করেনি। বিরোধীদের ওয়ার্ড গুলির সঙ্গে বৈষম্য করেছে তৃণমূল পরিচালিত পৌরসভা। আজ সেই কথা নিজেই স্বীকার করে নিলেন গৌতম দেব দাবি বিজেপি নেতার। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সাধারণ সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, গৌতম দেব যে কথা বলেছেন সেটা ঠিক বলেছেন। উন্নয়ন হয়নি এটা ভুল, উন্নয়ন করতে পারেনি বিজেপি।আর এলাকাবাসী যে ক্ষোভের কথা বলছেন আসলে তা না। গৌতম দেব কে মানুষ কাছে পেয়ে তাদের অভাব অভিযোগ জানিয়েছে, এটা ক্ষোভ বিক্ষোভ বলা ভুল হবে।