Global Warming: ৫ বছরেই ‘উনুন’ হবে পৃথিবী

Global Warming: ৫ বছরেই ‘উনুন’ হবে পৃথিবী

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: May 22, 2023 | 3:58 PM

প্রথমবার পৃথিবী পেরিয়ে যাবে ‘১.৫ ডিগ্রির চৌকাঠ’। ২০২৭ সালের মধ্যেই এই চৌকাঠ পেরিয়ে যাবে। গ্রিন হাউস গ্যাসের জন্য পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা ‘১.৫ ডিগ্রির চৌকাঠ’পেরিয়ে গেলে আসবে বিপদ। তাই যে করেই হোক তাপমাত্রা ১.৫ ডিগ্রির থেকে বেশি বাড়তে দেওয়া যাবে না।

প্রথমবার পৃথিবী পেরিয়ে যাবে ‘১.৫ ডিগ্রির চৌকাঠ’। ২০২৭ সালের মধ্যেই এই চৌকাঠ পেরিয়ে যাবে। গ্রিন হাউস গ্যাসের জন্য পৃথিবী উষ্ণ হয়ে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা ‘১.৫ ডিগ্রির চৌকাঠ’পেরিয়ে গেলে আসবে বিপদ। তাই যে করেই হোক তাপমাত্রা ১.৫ ডিগ্রির থেকে বেশি বাড়তে দেওয়া যাবে না। ২০১৬ সালকে এখন পর্যন্ত উষ্ণতম বছর মনে করা হয়। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২৮ ডিগ্রি সেলসিয়াস পৌঁছয়। এই রেকর্ড ভেঙে যাবে আগামী ৫ বছরে। ১.৮ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায় হতে পারে। এল নিনো এবং লা নিনা পৃথিবীর উপর এর প্রভাব উল্টো। প্রশান্ত মহাসাগরে তাপমাত্রা স্বাভাবিকের ০.৫ ডিগ্রি নীচে চলে যায় লা নিনা পর্বে । পৃথিবী ‘ঠান্ডা’ হয়। ২০২২ সালে স্বাভাবিকের চেয়ে গড় তাপমাত্রা ১.১৫ ডিগ্রি বেশি ছিল। তাপমাত্রা বাড়ছে জলতলের। গরম বাড়বে এল নিনোর জন্যও। গরম বাড়বে ২০২৭-এ। বাড়তে পারে বন্যা, খরার মতো ঘটনাও। পতুর্গাল, মরক্কোতে রেকর্ড করেছে গরমের। কানাডা পুড়ছে গরমে। অ্যালবার্তায় চলছে দাবানল। গরমে হিমবাহ গলবে। উচ্চতা বাড়বে সমুদ্রের জলতলের।