Ghatal BJP News: ৩ চাকায় প্রধানমন্ত্রীর 'ভাবনা' প্রচার

Ghatal BJP News: ৩ চাকায় প্রধানমন্ত্রীর ‘ভাবনা’ প্রচার

TV9 Bangla Digital

| Edited By: সুপ্রিয় ঘোষ

Updated on: Jul 06, 2023 | 2:27 PM

নিজের চিন্তা পরে, দলের অন্যান্য প্রার্থীদের কথা আগে ভাবতে হবে, এই চিন্তা ভাবনা কে রেখেই, নিজের কেন্দ্রের প্রচারের পাশাপাশি, অন্যান্য প্রার্থীদের জেতানোর জন্য, তাদের বুথে বুথে তিন চাকায় ভর করে প্রচার সারছেন ৩৮ বছর বয়সী সঞ্জীব মঙ্গল।

নিজের চিন্তা পরে, দলের অন্যান্য প্রার্থীদের কথা আগে ভাবতে হবে, এই চিন্তা ভাবনা কে রেখেই, নিজের কেন্দ্রের প্রচারের পাশাপাশি, অন্যান্য প্রার্থীদের জেতানোর জন্য, তাদের বুথে বুথে তিন চাকায় ভর করে প্রচার সারছেন ৩৮ বছর বয়সী সঞ্জীব মঙ্গল। কুড়ি বছর আগে হঠাৎ বাইক দুর্ঘটনার ফলে সঙ্গী হয়েছে প্রতিবন্ধকতা , সম্পূর্ণ ভাবে হারিয়েছে দুটি পায়ের কাজ করার ক্ষমতা। যাতায়াতের ক্ষেত্রে তাই একমাত্র সম্বল , ছোট্ট একটি তিন চাকার গাড়ি।সেই গাড়িকে সামনে নিয়েই প্রত্যেকটি, বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে সঞ্জীব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনাকে সামনে নিয়ে। পশ্চিম মেদিনীপুর জেলা জাড়া গ্রাম পঞ্চায়েতের, জাড়া গ্রামের ৮৫ নাম্বার বুথের প্রার্থী সঞ্জীব মঙ্গল। ৩৮ বছর বয়সে এই প্রথম ভোটে রাজনীতিতে প্রার্থী হয়ে ভোটে লড়ছে।এলাকায় গ্রহণযোগ্যতা সঞ্জীবের ভালই রয়েছে। বাম থেকে তৃণমূল সকলের সাথেই সুখ্যাতি রয়েছে তার । সকাল আর বিকেল এই দুটো সময়কে হাতিয়ার করছে প্রচারে জন্য। শুধু তার নিজের কেন্দ্রে প্রচার নয়, তার নিজের কেন্দ্র ছাড়িয়ে অন্যান্য প্রার্থীদের কেন্দ্রেতেই বেশি প্রচারে চালাচ্ছে সঞ্জীব। সঞ্জীব এর দাবি এলাকার উন্নয়নের জন্য গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আনতেই হবে।

Published on: Jul 05, 2023 11:52 PM