Panchayat Elections 2023: ‘দিদি’র টিপসে লড়াইয়ে বামের ‘খুদে’ প্রার্থী
বাইশ বছরের সুপ্রিতির দিন শুরু হচ্ছে এভাবেই। সাইকেলে চড়েটো টো করে পুরো এলাকা চষে ফেলছেন। ভোটারদের দরজায় দরজায় গিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। যে বয়স ছাত্র রাজনীতি করার সেই বয়সে মূল স্রোতের রাজনীতিতে কেন?
গ্রামের অন্দরে আমরা আপনাদের দেখাচ্ছি বাংলার গ্রামের গল্প। আর এখন যখন মনোনয়ন পর্ব শেষ। প্রচারে বেরিয়েছেন প্রার্থীরা তখন আমরা চলে যাচ্ছি প্রার্থীদের এলাকায়। আজ যে প্রার্থী তিনি বামফ্রন্টের সিপিআইএমের হয়ে বালি এলাকায় দাঁড়িয়েছেন। বয়স ২২। বাইশ বছরের সুপ্রিতির দিন শুরু হচ্ছে এভাবেই। সাইকেলে চড়েটো টো করে পুরো এলাকা চষে ফেলছেন। ভোটারদের দরজায় দরজায় গিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। যে বয়স ছাত্র রাজনীতি করার সেই বয়সে মূল স্রোতের রাজনীতিতে কেন? তাও আবার এমন সময়ে যখন বামশুন্য বিধানসভা। সুপ্রিতি বলছেন দুর্নীতি আর বঞ্চনার শেষ হোক। গ্রামের প্রশাসন হোক স্বচ্ছ। বালির যে অঞ্চল থেকে নির্বাচন লড়ছেন সুপ্রিতি তার কাছেই থাকেন এসএফআইয়ের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর। সুপ্রিতি পাচ্ছেন ‘দিদি’র টিপস।
Latest Videos