Malbazar Flash Flood: করছিল পাথর চুরি, ডুবল হড়পা বানে

Malbazar Flash Flood: করছিল পাথর চুরি, ডুবল হড়পা বানে

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Jun 26, 2023 | 7:57 PM

ডুয়ার্সের মাল থানার অন্তর্গত চেল নদী থেকে পাথর তোলার সময় আচমকাই চলে আসে হরপা বান। জলের স্রোতে ভেসে যায় দুটি ট্রাক্টর। বিপদ বুঝতে পেয়ে চালকরা নদী ছেড়ে পালিয়ে বাঁচে

নদী থেকে বালি পাথর চুরি করতে গিয়ে হরপা বানে ভাসলো দুটি ট্রাক্টর, ঘটনায় চাঞ্চল্য মালবাজার এলাকায়। পুলিশ ব্যস্ত নির্বাচনের কাজে, ঠিক সেই সুযোগেই বর্ষার সময় চলছে পাহাড়ি নদী থেকে অবাধে বালি পাথর লুট। ডুয়ার্সের মাল থানার অন্তর্গত চেল নদী থেকে পাথর তোলার সময় আচমকাই চলে আসে হরপা বান। জলের স্রোতে ভেসে যায় দুটি ট্রাক্টর। বিপদ বুঝতে পেয়ে চালকরা নদী ছেড়ে পালিয়ে বাঁচে। এই ঘটনা থেকে ফের আরো একবার পরিষ্কার পুলিশ প্রশাসনের নাকের ডগায় বর্ষায় মরশুমে দেদার চলছে নদী থেকে বালি পাথর লুট এবং পাচার।

স্থানীয়দের দাবি পাহাড়ে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আচঙ্কায় হোপা নেমে আসে চেল নদীতে সেই জলস্রোতে ভেসে যায় দুটি ট্রাক্টর। প্রাণ হানির ঘটনার ঘটতে পারতো বলেই দাবি স্থানীয়দের। এই ঘটনায় ফের পুলিশ প্রশাসনের প্রশ্ন উঠতে শুরু করেছে।