Puri Jagannath Temple: পুরীর মন্দিরের শীর্ষে থাকা ধ্বজা রোজ পরিবর্তন করা হয় কেন?
পুরীর মন্দিরের শীর্ষে থাকা ধ্বজা রোজ পরিবর্তন করা হয়। মানুষের বিশ্বাস,এই ধ্বজা বদল না করা হলে, বন্ধ হয়ে যাবে পুরীর মন্দির ১৮ বছরের জন্য।
পুরীর মন্দিরের শীর্ষে থাকা ধ্বজা রোজ পরিবর্তন করা হয়। মানুষের বিশ্বাস,এই ধ্বজা বদল না করা হলে, বন্ধ হয়ে যাবে পুরীর মন্দির ১৮ বছরের জন্য। এই মন্দিরে অনেক অলৌকিক ঘটনা ঘটে। মন্দিরে শীর্ষে থাকা ধ্বজা সব সময় হাওয়ার উল্টোদিকে ওড়ে। এই ঘটনার পেছনে আছে একটি পৌরাণিক কাহিনি। ভগবান হনুমানের সঙ্গে পতাকার একটা যোগ আছে বলে মনে করা হয়। মনে করা হয়,সমুদ্রের গর্জনের জন্য ভগবান বিষ্ণুর বিশ্রাম নেওয়া কঠিন হয়ে যায়। তখন এই কথা জানতে পেরে, হনুমানজি সমুদ্রকে তাঁর গর্জন বন্ধ করতে বলেন। কিন্তু সমুদ্র জানান,তাঁর নিয়ন্ত্রণ নেই শব্দের উপরে। তখন হনুমান দেবতা নিজেকে ২টি ভাগে বিভক্ত করে ঘুরেছিলেন মন্দিরের চারপাশে। তিনি বাতাসের চেয়ে দ্রুত গতিতে প্রদক্ষিণ করে একটি বায়ুচক্র তৈরি করেছিলেন। এই বায়ুচক্রের জন্য সমুদ্রের গর্জন মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারেনি। তারপর ভগবান জগন্নাথ শান্তিতে ঘুমাতে পেরেছিলেন।