Bike Engine Oil : বাইকের ইঞ্জিন অয়েল কখন বদলাবেন?
অনেকেই জানেন না কীভাবে বাইকের ইঞ্জিন ভাল রাখবেন। ২০০০ কিমি বাইক চালানোর পর, অনেকেই ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন। কিন্তু কীভাবে বুঝবেন কখন এই তেল পাল্টানো উচিৎ?
অনেকেই জানেন না কীভাবে বাইকের ইঞ্জিন ভাল রাখবেন। ২০০০ কিমি বাইক চালানোর পর, অনেকেই ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন। কিন্তু কীভাবে বুঝবেন কখন এই তেল পাল্টানো উচিৎ? বাইকের ইঞ্জিন থেকে বাজে আওয়াজ হলেই পরিবর্তন করুন ইঞ্জিন অয়েল। এই তেল ইঞ্জিনের ভেতরের যন্ত্রগুলিকে লুব্রিকেট করে। ইঞ্জিন থেকে অস্বাভাবিক আওয়াজ হলেই বদল করে নিতে হবে ইঞ্জিন অয়েল।
এই তেল কালো হয়ে গেল, পরিবর্তন করতে হবে। ইঞ্জিন অয়েলের লেভেল কমে গেলে,বদল করতে হবে। এখনকার অনেক বাইকে ওয়ার্নিং লাইট থাকে। এই লাইটের মাধ্যমে বোঝা যায় তেলের অবস্থা। ওয়ার্নিং লাইট দেখে পরিবর্তন করুন ইঞ্জিন অয়েল। ঠিক সময় এই তেল বদল না করলে, ইঞ্জিন গরম হয়ে যাবে।
Latest Videos