Sudar Pichai Facts: পিচাইয়ের বাড়ির দাম ১০,২১৫ কোটি!
৩১ একরের উপরে তৈরি এই বাড়িটি সুন্দর পিচাই কিনেছিলেন ৪ কোটি ডলার দিয়ে। ২০২২ সালেই এই বাড়ির দাম বেড়ে দাঁড়ায় ১০,২১৫ কোটি টাকায়। ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা কান্ট্রির লস অ্যালটসে রয়েছে সুন্দর পিচাইয়ের বাড়ি। পাহাড়ের কোলে ৩১.৭ একর জমি জুড়ে রয়েছে এই বাড়ি। শুধুমাত্র বাইরে থেকেই নয়,ভিতর থেকেও একই রকমে চোখ ধাঁধানো অন্দরসজ্জা রয়েছে
গুগলের সিইও সুন্দর পিচাইয়ের আলাদা করে পরিচয় দেওয়ার কোনও প্রয়োজন পড়ে না। ভারতীয় বংশোদ্ভূত আইআইটি স্নাতক সুন্দর পিচাই বর্তমানে গুগল তথা তার মালিকানাধীন সংস্থা অ্য়ালফাবেটের সিইও। তামিলনাড়ুর ছোট্ট একটি পরিবার থেকে উঠে আসা সুন্দর পিচাই বিশ্বের সেরা এগজেকিউটিভদের মধ্যে অন্যতম। গুগলের সিইও-র ব্যক্তিগত জীবন তো ছাড়ুন,তাঁর বাড়ি সম্পর্কে জানলেই চোখ কপালে উঠবে। ক্য়ালিফোর্নিয়াতে রয়েছে পিচাইয়ের প্রাসাদপম বাড়ি। ৩১ একরের উপরে তৈরি এই বাড়িটি সুন্দর পিচাই কিনেছিলেন ৪ কোটি ডলার দিয়ে। ২০২২ সালেই এই বাড়ির দাম বেড়ে দাঁড়ায় ১০,২১৫ কোটি টাকায়। ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা কান্ট্রির লস অ্যালটসে রয়েছে সুন্দর পিচাইয়ের বাড়ি। পাহাড়ের কোলে ৩১.৭ একর জমি জুড়ে রয়েছে এই বাড়ি। শুধুমাত্র বাইরে থেকেই নয়,ভিতর থেকেও একই রকমে চোখ ধাঁধানো অন্দরসজ্জা রয়েছে। পিচাইয়ের বাড়ির এই অন্দরসজ্জা করেছেন পিচাইয়ের স্ত্রী, অঞ্জলি পিচাই। পিচাই পরিবারের বিলাসবহুল বাড়ির কেবল অন্দরসজ্জার জন্য়ই খরচ হয়েছিল ৪৯ কোটি টাকা। কী কী রয়েছে সুন্দর পিচাইয়ের বাড়িতে? বিলাসবহুল প্রাসাদে রয়েছে বিশালাকার একটি পুকুর ও পাঁচতারা হোটেলের মতো ইনফিনিটি পুল। এছাড়াও শরীরচর্চার জন্য জিম,স্পা রয়েছে। আলাদাভাবে রয়েছে বিশাল একটি ওয়াইন সেলার। বাড়ির ভিতরেই রয়েছে একাধিক লিফট। সন্তানদের দেখভাল করা ও বাড়ির দেখভালের জন্য আলাদাভাবে বেশ কয়েকটি কোয়ার্টারও রয়েছে। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি পরিবেশ সচেতনও বটে সুন্দর পিচাই। তাঁর বাড়িতে বসানো রয়েছে সোলার প্যানেল।