Huge River Dried Up: শুকিয়ে গেল এই বিশাল নদী!

Huge River Dried Up: শুকিয়ে গেল এই বিশাল নদী!

আসাদ মল্লিক

|

Updated on: May 06, 2023 | 12:34 PM

Global Warming: এই নদীর তীরে দেশের সবচেয়ে বেশি আবাদি এলাকা রয়েছে,যাকে ইতালির ফুড ভ্যালি বলে। এ নদী থেকে মাছের ব্যবসাও হতো। এভাবে চলতে থাকলে ওখান মানুষেরা বিরাট ক্ষতির সম্মুখীন হবে।

পরিবেশের ভয়ানক অবস্থা নিয়ে বিজ্ঞানীরা বহুবার সতর্ক করেছেন। তবুও মানুষ কোনওভাবেই সতর্ক হয়নি। ফলস্বরূপ একের পর এক ভয়াবহ ঘটনা ঘটে চলেছে পৃথিবী জুড়ে। আধুনিক পৃথিবী দেখাতে গিয়ে প্রতিটি দেশেই কোথাও চরম খরা,কোথাও ভয়াবহ বন্যা হয়েই চলেছে! আবারও একটি ভয়ঙ্কর ঘটনা সামনে আনলেন বিজ্ঞানীরা। ইতালির বৃহত্তম নদী পো, ২০২২ সাল থেকেই শুকোতে শুরু করেছে। ইতিমধ্য়েই নদীর ৭৫% থেকে জল শেষ হয়ে গিয়েছে। গ্রীষ্মে এটির অবস্থা আরও খারাপ হয়ে যায়। জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতার কারণে এমনটি ঘটছে। পো নদী তার গতিপথ বদলাতে পারে। বোরেটো ব্রিজের নীচে স্ট্রাদিভারি শিপ ডকের চারপাশে শুধু বালি অবশিষ্ট আছে। নদী প্রায় বিলীন হয়ে গিয়েছে। ১৯৬ ফুট দীর্ঘ ক্রুজ যেটিতে ৪০০ জন মানুষ নদীতে যাতায়াত করত। সে এখন একটি জায়গায় দাঁড়িয়ে আছে। বর্তমানে নদীর প্রবাহ প্রতি সেকেন্ডে ৯২ হাজার গ্যালন,যা ২০২২-এর জুনের তুলনায় কম। গত বছরের জুনে সেখানকার আবহাওয়া ছিল সবচেয়ে উষ্ণ। ৭০ বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরা এখানে দেখা গিয়েছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিজ্ঞানীরা। শীঘ্রই বৃষ্টি না হলে গ্রীষ্মকালে এই নদী পুরো শুকিয়ে যাবে। এতে সেখানের মানুষের চলাচলে অসুবিধা হবে। পো নদীর দৈর্ঘ্য ৬৫২ কিমি, এটি উত্তর-পশ্চিমের তুরিন শহর থেকে ভেনিসের পূর্ব উপকূল পর্যন্ত যায়। খরা এতটাই ভয়বহ আকার ধারণ করেছে যে,একটি ৬৫২ কিমি নদী শুকিয়ে যাচ্ছে। এই নদীর চারপাশে অনেক বেশি ঘনবসতি রয়েছে। এই নদীর তীরে দেশের সবচেয়ে বেশি আবাদি এলাকা রয়েছে,যাকে ইতালির ফুড ভ্যালি বলে। এ নদী থেকে মাছের ব্যবসাও হতো। এভাবে চলতে থাকলে ওখান মানুষেরা বিরাট ক্ষতির সম্মুখীন হবে।