Kanthi News: প্রধান শিক্ষক বদলের দাবিতে...

Kanthi News: প্রধান শিক্ষক বদলের দাবিতে…

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 16, 2023 | 11:11 PM

Purba Medinipur: প্রধান শিক্ষক বদলের দাবিতে কাঁথিতে অবস্থান । স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ। পুলিশ গিয়ে তালা খুলে সরালো বিক্ষোভকারীদের।

গত ১০ তারিখ মঙ্গলবার জেলার প্রাথমিক বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের নিয়োগপত্র দেওয়া হয়। জেলা সংসদ অফিসে সভাপতি ( ডি পি এস সির) উপস্থিতিতে আটকে থাকা প্রধান শিক্ষকদের ফাইল হস্তান্তর হয়। ঠিক তার পর দিন থেকেই শুরু হয় জেলা জুড়ে এই প্রধান শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিক্ষোভ অশান্তি। এ দিন কাঁথিতে কিশোর নগর শচীন্দ্র শিশু শিক্ষা সদনে প্রধান শিক্ষক পরিবর্তনের দাবিতে অবস্থান ও বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীদের বাবা মায়েরা।

এ দিন কার্যত স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখান তারা। দীর্ঘক্ষণ এই পরিস্থিতি চলে, স্কুল কর্তৃপক্ষ বুঝিয়ে না পারায় খবর দেওয়া হয় কাঁথি থানার পুলিশকে। কাঁথি থানা পুলিশ আধিকারিক প্রণব বেরার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভরত অভিভাবকদের বিদ্যালয়ের গেট থেকে সরিয়ে দেয়। বিক্ষোভকারীদের দাবি, যিনি আছেন প্রধান শিক্ষক হিসেবে বিশ্বজিৎ পাত্র বিদ্যালয় অনিয়ম করছেন ও সুষ্ঠ ভাবে বিদ্যালয় চালাতে পারছেন না। তাই অমিত কুমার মাইতিকে দায়িত্ব দেওয়া হোক এই দাবিতেই অনড় ছিলেন তারা। পরে ক্ষোভে কাঁথি থানায় এসে দাবি সমূহ স্মারকলিপিতে জমা দেন।