Urvashi Rautela: আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত -পাকিস্তানের ম্যাচ দেখতে শনিবার হাজির হন উর্বশী
আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত -পাকিস্তানের ম্যাচ দেখতে শনিবার হাজির হয়েছিলেন বহু তারকা। যার মধ্যে নাম ছিল উর্বশী রাওতেলারও। ম্যাচের পর দিন অর্থাৎ ১৫ অক্টোবর এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী দাবি করলেন সাধের আইফোনটি হারয়ে ফেলেছেন তিনি! সেটি আবার ২৪ ক্যারেটের আসল সোনার বলেই দাবি তাঁর।
দীপিকাকে দেখে অবাক রণবীর!
খবরটা রটেছিল আগেই, অবশেষে জানা গেল সত্যিটা শুধু কি সত্যি? দীপিকাকে দেখে অবাক হয়ে গেলেন সকলেই। খোদ রণবীর সিং বলে উঠলেন, ‘আগুন লাগিয়ে দেবে’! রবিবার দুপুরে দীপিকা পুলিশ অফিসারের বেশে ছবি শেয়ার করে জানিয়ে দেন, রোহিত শেট্টির ‘সিংহম এগেন’-এ থাকছেন তিনি। এও জানান, ছবিতে তাঁর চরিত্রের নাম শক্তি শেট্টি। দীপিকার ওই রূপ থেকে হতভম্ব সকলেই।
হারাল উর্বশীর সোনার ফোন
আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত -পাকিস্তানের ম্যাচ দেখতে শনিবার হাজির হয়েছিলেন বহু তারকা। যার মধ্যে নাম ছিল উর্বশী রাওতেলারও। ম্যাচের পর দিন অর্থাৎ ১৫ অক্টোবর এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী দাবি করলেন সাধের আইফোনটি হারয়ে ফেলেছেন তিনি! সেটি আবার ২৪ ক্যারেটের আসল সোনার বলেই দাবি তাঁর।
এ কী করলেন শিল্পা?
রাজ কুন্দ্রার মুখ দেখেনি দর্শকেরা বহুদিন। মুখে মাস্ক পরেই প্রকাশ্যে আসেন তিনি। এবার স্বামীর পথেই হাঁটলেন শিল্পা শেট্টি। তিনিও এবার রাজের সঙ্গে তাল মিলিয়ে মাস্ক পরে মানিকজোড় হয়ে হাজির হলেন প্রকাশ্যে। যে ছবি দেখা মাত্রই অবাক নেটদুনিয়া।
উপবাস রাখবেন সুকেশ
প্রতারক সুকেশ চন্দ্রশেখর, বর্তমানে যাঁর সময় কাটছে তিহার জেলে। সেখান থেকেই অভিনেত্রী তথা তাঁর প্রেমিকা জ্যাকলিন ফার্ণান্ডেজের উদ্দেশে মাঝে মধ্যেই খোলা চিঠি লিখে থাকেন তিনি। এবার জানালেন, জ্যাকলিনের জন্য নবরাত্রীতে উপোস রাখবেন তিনি। উদ্দেশ্য একটাই– যাতে জ্যাকলিনের জীবন থেকে সমস্ত নেতিবাচকরা দূর হয়ে যায়।
সিনেমাহলে অফার
সিনেমা দেখতে পছন্দ করেন? মাত্র ৬৯৯ টাকায় এবার মাসে ১০টা ছবি দেখে ফেলুন। বিশেষ সাবক্রিপশন অফার আনল PVR-INOX. সোম থেকে বৃহস্পতি এই অফারের সুবিধে নেওয়া যাবে। ১৬ অক্টোবর থেকেই শুরু সাবস্ক্রিপশনের এই বিশেষ ব্যবস্থা।
নোটিস ধরালেন সোনম
অভিনেত্রী সোনম কাপুর এবার আইনি পদক্ষেপ করলেন এক ইউটিউবারের বিরুদ্ধে। তাঁকে রোস্ট করে একটি ভিডিয়ো প্রকাশ্যে আনতেই বিপত্তিতে ইউটিউবার। যদিও তিনি অতটা জনপ্রিয় নন, লাখে পৌঁছায়নি তাঁর সাবস্ক্রাইবার। তারই মাঝে এই বিপদ? ক্ষোভ প্রকাশ করে ইউটিউবার জানান, তিনি সোনমের সামনে অতি সামান্য, কীভাবে লড়বেন তিনি?
বাবা হচ্ছেন দুর্নিবার
গুঞ্জনটা টলিউডের অন্দরে ঘুরছিল বেশ কয়েক দিন ধরেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সর্বক্ষণের ছায়াসঙ্গী মোহর সেনের অনুপস্থিতি চোখে পড়েছিল অনেকেরই। অবশেষে জানা গেল মা হচ্ছেন তিনি। মোহরের স্বামী তথা গায়ক দুর্নিবার সাহা বাবা হচ্ছেন। গত মার্চে বিয়ে করেছিলেন তাঁরা। আগামী বছরের গোড়াতেই আসবে তাঁদের সন্তান।
তিয়াসাকে অস্বীকার সোহেলের!
অভিনেতা তিয়াসা লেপচা প্রেম করছেন, এ কথা ইন্ডাস্ট্রির কারও অজানা নয়। অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদের পর ফের অভিনেতা সোহেল দত্তকে মন দিয়েছেন তিনি। কিন্তু এ কী! এবার তাঁকেই অস্বীকার সোহেলের। ইনস্টাগ্রামে তাঁকে প্রশ্ন করা হয় তাঁর প্রেমিকা তিয়াসা কেমন আছেন? তিনি উত্তর দেন, “আমার কোনও প্রেমিকা নেই। আমি সিঙ্গল”।
ট্রোলের শিকার সুদীপা
রান্নাঘরেই একদা ছিল রাজত্ব, সুদীপা চট্টোপাধ্যায় মানেই রকমারি খাবারের বাহার। সেখান থেকেই রেস্তোরাঁ, শাড়ির ব্যবসা, গহনার ব্যবসা প্রভৃতি। এবার একটি খাবারের দোকানের রিভিউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বিপত্তি। সমালোচকদের বক্তব্য, ”আপনিও ফুড ব্লগিং শুরু করলেন নাকি আবার, এবার সাধারণ মানুষ কী করবে তাহলে!” নেটদুনিয়ায় কটাক্ষের ঝড়…।