Health News: কে বেশি নিরাপদ রুমাল না টিস্যু?

Health News: কে বেশি নিরাপদ রুমাল না টিস্যু?

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 15, 2023 | 9:28 PM

রুমাল নাকি টিস্যু কোনটা বেশি স্বাস্থ্যকর। প্রাচীন রোমানরা প্রথম শতাব্দীতে মুখ মুছতে ও ঢেকে রাখতে সুডারিয়াম ব্যবহার করত। ঘাম মোছার সেই কাপড়ের নাম থেকেই রুমালের নামের উৎপত্তি।

রুমাল নাকি টিস্যু কোনটা বেশি স্বাস্থ্যকর। প্রাচীন রোমানরা প্রথম শতাব্দীতে মুখ মুছতে ও ঢেকে রাখতে সুডারিয়াম ব্যবহার করত। ঘাম মোছার সেই কাপড়ের নাম থেকেই রুমালের নামের উৎপত্তি। প্রথম শতাব্দীর রুমালের তুলনায় দ্বিতীয় শতাব্দীতে চিনে তৈরি কাগজের টিস্যু অনেকটাই নতুন। বিশেষজ্ঞদের মতে রুমাল ব্যবহার করলে হাজার হাজার ক্ষতিকর জীবাণু থেকে মুক্তি পাওয়া যায় না।

সুতির রুমাল দিয়ে নাক মুছলে বা মুখ মুছলে ঝুঁকি থাকে ভাইরাস ছড়িয়ে পড়ার। সুতির রুমাল কাচলেও ভাইরাস বা অন্যান্য সংক্রামক জীবাণু পরিষ্কার হয় না। এমনকি ওয়াশিং মেশিনে রুমাল কাচলেও সংক্রামক ব্যাকটেরিয়া ওয়াশিং মেশিনে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। বাতাসে সংক্রমিত হয় এমন ব্যাকটেরিয়া সিঙ্গেল ইউজ কাগজের টিস্যুতে সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুবই কম।

সুতির রুমাল শ্বাসযন্ত্রের অ্যারেসল ফিল্টার করতে পারে না। ফলে দূষক ও জীবাণু রুমালের মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে। বিজ্ঞানীরা বলছেন সুতির রুমাল একান্তই ব্যবহার করতে চাইলে অর্গানিক তুলোয় তৈরি রুমাল সবচেয়ে ভাল। তবে রুমালের চেয়ে টিস্যু বহগুণ বেশি ভাল।