Pedicure Effects: ডায়াবেটিসে পেডিকিওর নয়

Pedicure Effects: ডায়াবেটিসে পেডিকিওর নয়

TV9 Bangla Digital

| Edited By: Tapasi Dutta

Updated on: Oct 29, 2023 | 4:46 PM

উৎসবের মরসুম। পুজোর আগে অনেকেই পেডিকিওর করাতে যান। পায়ের পরিচর্যায় নখ কেটে পায়ের কোনে জমা ময়লা পরিষ্কার করা হয়। ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে পেডিকিওর করতে বারণ করছেন বিশেষজ্ঞরা ।

উৎসবের মরসুম। পুজোর আগে অনেকেই পেডিকিওর করাতে যান। পায়ের পরিচর্যায় নখ কেটে পায়ের কোনে জমা ময়লা পরিষ্কার করা হয়। ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে পেডিকিওর করতে বারণ করছেন বিশেষজ্ঞরা । ডায়াবেটিসে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। পায়ের স্নায়ুর ক্ষতিও হয়। এই অবস্থাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলা হয়।

এই অবস্থায় পেডিকিওর করাতে গিয়ে চোট লাগলে তা মারাত্মক হয়। ভয়ঙ্কর ক্ষতি হতে পারে পেডিকিওরে ডায়াবেটিক রোগীর পা মাসাজের সময়েও। মাসাজে যদি একটুও সমস্যা হয় তাহলে স্নায়ুর ক্ষতি হয়ে পা অসাড় পর্যন্ত হইয়ে যেতে পারে। পায়ের নখের ময়লা পরিষ্কার করতে গিয়ে যদি কোনও ক্ষতের সৃষ্টি হয় তাও মারাত্মক আকার নিতে পারে। তাই ডায়াবেটিকরা পেডিকিওর করানোর আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। প্রতিবেদনটি সচেতনতা প্রসারের উদ্দেশ্যে।