Pseudo Dementia Disease: সিউডো ডিমেনশিয়াহয়নি তো আপনার?
রোজকার জীবনে হাজারো জিনিস ভুলে যান? কোথায় ফোন, চাবির গোছা, ভুলে যান কি? এগুলো সাধারণ সমস্যা ভাবছেন? ভাবছেন হয়ত বয়স বাড়লে মানুষের ভোলার প্রবণতা বাড়ে স্বাভাবিক ভাবে। আপনি সিউডো ডিমেনশিয়ায় আক্রান্ত নন তো? বিশেষজ্ঞরা বলেন এই লক্ষণ গুলো সিউডো ডিমেনশিয়ার।
রোজকার জীবনে হাজারো জিনিস ভুলে যান? কোথায় ফোন, চাবির গোছা, ভুলে যান কি? এগুলো সাধারণ সমস্যা ভাবছেন? ভাবছেন হয়ত বয়স বাড়লে মানুষের ভোলার প্রবণতা বাড়ে স্বাভাবিক ভাবে। আপনি সিউডো ডিমেনশিয়ায় আক্রান্ত নন তো? বিশেষজ্ঞরা বলেন এই লক্ষণ গুলো সিউডো ডিমেনশিয়ার। কম বয়সীরাই এতে বেশি আক্রান্ত হচ্ছে। মাথায় অতিরিক্ত চাপ এর কারণ বলছেন বিজ্ঞানীরা।
কর্মস্থলের অতিরিক্ত চাপ আমাদের একসঙ্গে বহু কাজ করাতে বাধ্য করে। এই মাল্টি টাস্কিং এর কুপ্রভাবে মস্তিষ্কে বিপুল চাপ পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্ত জীবনযাপনের সমস্যা জনিত কারণে সিউডো ডিমেনশিয়ার খপ্পরে পড়ছে কম বয়সীরা। কী কী হয় সিউডো ডিমেনশিয়ায়? এতে কি স্মৃতি ক্ষয় হয়? চিকিৎসকরা বলছেন এতে ডিমেনশিয়ার মতো মস্তিষ্কের ক্ষয় বা ডিজেনারেশন হয় না। এতে ডিপ্রেশন, ওভার থিঙ্কিং ও ভুলোমনা হয়ে ওঠে রোগী।
Latest Videos