Alipurduar News: গাপ্পি ছেড়ে বিতর্কে!
টানা বর্ষন শুরু হয়েছে আলিপুরদুয়ারে। নালার জল নদীর স্রোতের মত বইছে। আর এই স্রোতে ডেঙ্গু মোকাবিলায় লক্ষাধিক গাপ্পি মাছের চারা ছাড়ল আলিপুরদুয়ার পুরসভা। আর এই সময়ে এই গাপ্পি মাছ ছাড়া নিয়ে সমালোচনায় মুখর হয়েছে বিজেপি।
টানা বর্ষন শুরু হয়েছে আলিপুরদুয়ারে। নালার জল নদীর স্রোতের মত বইছে। আর এই স্রোতে ডেঙ্গু মোকাবিলায় লক্ষাধিক গাপ্পি মাছের চারা ছাড়ল আলিপুরদুয়ার পুরসভা।আলিপুরদুয়ার পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর সপার্ষদ এদিন গাপ্পি মাছ ছাড়তে শহরের বিভিন্ন এলাকায় যান। মঙ্গলবার শহর জুড়ে বিভিন্ন ড্রেনে গাপ্পি মাছের চারা ছেড়েছে আলিপুরদুয়ার পুরসভা। আর এই সময়ে এই গাপ্পি মাছ ছাড়া নিয়ে সমালোচনায় মুখর হয়েছে বিজেপি। বিজেপির অভিযোগ শুধু টাকা নয়ছয় করার জন্যই পুরসভা এই প্রকল্প হাতে নিয়েছে।
উল্লেখ্য আলিপুরদুয়ার শহরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৫০ ছাড়িয়ে গেছে। মশার কামড়ে ডেঙ্গু রোগ ছড়িয়ে পরে। আর গাপ্পি মাছ জমা জলে থাকা মশার লার্ভা খেয়ে ফেলে। সেই কারনে মশার লার্ভা কমাতে গাপ্পি মাছের চারা জমা জলে ছাড়ার নিয়ম রয়েছে। কিন্তু একেবারে লাগাতার বৃষ্টিতে বহমান ড্রেনে এই মাছের চারা ছাড়ায় বিতর্কে আলিপুরদুয়ার পুরসভা।